চৈত্র মাসের শুক্ল পক্ষের বাসন্তী পূজা বাঙালির আদি দুর্গাপুজো যদিও এখন আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপূজাই বেশি আরম্বরে পালিত হয়। এখন যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন বাঙালির আদি দুর্গাপুজো হতো এই চৈত্র মাসেই। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্বের সঙ্গে মিলে রাজা সুরত বসন্ত কালে ঋষি মেধোসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পড়ে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চন্ডিতে রাজা সুরতের উল্লেখ রয়েছে সুরত সুশাসক ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন কোন যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং সুরত পরাজিত হন এই সুযোগে তার সভা সদরাও লুটপাট চায়। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন কিন্তু রাজার শান্তি পান না একদিন তার সমাজের সঙ্গে দেখা হয় আনতে পারেন তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবু তিনি বউ ছেলের ভালো-মন্দ এখনো ভেবে চলেছেন তারা দুজনেই তখন ভাবলেন যাদের কারণে তাদের সবকিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে আছেন ঋষিকে এ কথা বলায় তিনি বলেন সবই মহামায়া ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন ঋষির উপদেশই রাজা কঠিন তপস্যা শুরু করেন পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা এই পুজো শুরু করেন শুরু হয় বাসন্তী পূজা। বিগত বছর গড়ে তুলনায় এবছর সংখ্যাটা কম নয় এবছর পূজো শুরু হয়েছে ২৭ শে মার্চ থেকে আজ মহা অষ্টমী বাসন্তী পূজার মহা অষ্টমী উপলক্ষে রাজধানী আগরতলার দুর্গা বাড়িতে চলছে অষ্টমী পূজা। রাজবাড়ির পুরোহিত জানিয়েছেন প্রথমেই মাকে স্নান করানো হয়েছে তারপর শুরু হয়েছে মায়ের আরতি তারপর হবে বলি তিনি বলেন রাত ১০:৪০ পর্যন্ত রয়েছে।পাশাপাশি এদিন এই ঐতিহ্যবাহী দূর্গা মন্দিরে বাসন্তী পূজা উপলক্ষে সকলের মঙ্গল কামনা করে পুজো দিলেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার বলেন প্রতি বছরের মেয়ে এ বছরও তিনি ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে বাসন্তী পুজোর মায়ের আরাধনায় সামিল হয়েছেন উনি ওনার পরিবার-পরিজন রাজ্যবাসী আগরতলা বাসি সকলের মঙ্গল কামনা করে আজ মায়ের কাছে পূজো দিয়েছেন। তিনি মায়ের কাছে প্রার্থনা করেন রাজ্যের শান্তি সম্প্রীতি সর্বদা যেন বজায় থাকে।