Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদদিবোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দু'দিন ব্যাপী ফ্লোরিকালচার ও ভার্মি কম্পোস্টের উপর...

দিবোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী ফ্লোরিকালচার ও ভার্মি কম্পোস্টের উপর প্রশিক্ষণ শিবির সমাপ্ত হলো।

গত 20 এবং 21শে মার্চ থেকে খোয়াই চেব্রি স্থিত দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে যথাক্রমে এস টি আর ওয়াই স্কিমের থেকে ফ্লোরিকালচার এবং ভার্মি কম্পোস্টের উপর কৃষকদের কে নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্লোরিকালচার প্রশিক্ষণের কোর্সে কোর্ডিনেটার হিসাবে উপস্থিত ছিলেন উদ্যান বিভাগের বিশেষজ্ঞ ডক্টর শুভ্রা শীল। এই কর্মসূচিতে ১৫ জন কৃষকের প্রশিক্ষণ দেওয়া হয়। তাতে খোয়াই কল্যাণপুর , তেলিয়ামুড়া পদ্মবিল সহ বিভিন্ন ব্লক থেকে কৃষকরা আসেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের নিয়ে এক্সপোজার ভিজিট ও করা হয়। এদিকে গত 21শে মার্চ স্কিল ডেভেলপমেন্ট থেকে ভার্মি কম্পোস্ট এর উপর সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এতেও খোয়াই জেলার বিভিন্ন ব্লক থেকে এবং টি আর এল এম এবং ফার্মাস্ ক্লাব থেকে এসে কৃষকরা প্রশিক্ষণ নেন। আর্থিক ও অন্যান্য সহযোগিতায় ছিল হায়দ্রাবাদ স্থিত ম্যানেজ ও ত্রিপুরা সরকারের টি সমিতি । উভয় কর্মসূচিতে বিশেষজ্ঞ দের মধ্যে উপস্থিত ছিলেন পশু পালন বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম, উদ্যান বিশেষজ্ঞা ডক্টর শুভ্রা শীল, উদ্ভিদ ব্যাধি বিশেষজ্ঞ অর্ধেন্দু চক্রবর্তী , মৃত্তিকা বিশেষজ্ঞ দীপঙ্কর দে, কৃষি সম্প্রসারণ বিভাগের বিশেষজ্ঞ ডক্টর রাজীব দাস প্রমূখ। এই কর্মসূচির সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সদস্য উত্তম অধিকারী কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর মনোজ সিং সাচান। সমাপ্তি দিনে কেঁচো সারের উপর এক বুকলেটের আবরণ উন্মোচন করেন জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। এছাড়া কৃষকদের মধ্যে ঐদিন প্রশংসাপত্র প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য