Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপুলিশ যখন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তখন নেশা মুক্ত সমাজ গড়তে ময়দানে তৎপর...

পুলিশ যখন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তখন নেশা মুক্ত সমাজ গড়তে ময়দানে তৎপর এলাকার সচেতন প্রমীলা বাহিনী

পুলিশ যখন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তখন নেশা মুক্ত সমাজ গড়তে ময়দানে তৎপর এলাকার সচেতন প্রমীলা বাহিনী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোল ঘড়িয়া এলাকায় সোমবার রাতে।
উল্লেখ্য থাকে,, দীর্ঘদিন ধরে ইচারবিল ষোল ঘড়িয়া এলাকায় নেশার বাড়-বাড়ন্তে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার এলাকাবাসীরা। সোমবার এলাকাবাসীদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে সঙ্ঘবদ্ধভাবে ইচারবিল ষোল ঘরিয়া এলাকার বেশ কয়েকটি মদের ঠেকে হানাদারি চালায়। এলাকার প্রমীলা বাহিনীদের ক্ষোভের মুখে অতীশ দেব নামের এক মদ বিক্রেতার বাড়িতে বাড়ি ঘরে হামলা চালায় প্রমিলা বাহিনীরা। এবং রাম ধোলাই দেওয়া হয় অতীশ দেব নামের ওই মদ বিক্রেতাকে।
এলাকার প্রমীলা বাহিনীদের দাবি,, ওই মদ বিক্রেতা এলাকার যুব সমাজ থেকে প্রাপ্তবয়স্ক সব্বাইকে নেশার করালগ্ৰাসে নিমজ্জিত করছিল দীর্ঘদিন ধরে। এর পূর্বেও এই মদ বিক্রেতাকে এলাকাবাসীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল মদ বিক্রি বন্ধ করতে। কিন্তু ওই মদ বিক্রেতা তথা অতীশ দেব কোনভাবেই উনার মদ বিক্রি বন্ধ করছিল না। শেষে প্রমীলা বাহিনীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দশ (১০) লিটার বেশি মদ সহ মদ বিক্রেতা অতীশ দেব’কে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে,, অতীশ দেবের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তবে সোমবার রাতের ইচারবিল ষোল ঘড়িয়া এলাকার প্রমিলাবাহিনীদের এহেন উদ্যোগে প্রশংসার বাতাবরণ গোটা এলাকায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য