মঙ্গলবার সাউথ রামনগর এলাকায় cpim করার অপরাধে দুষ্কৃতিকারীরা বেধরক মারধর করে আব্দুল করিম নামে এক cpim কর্মীকে।। নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর আব্দুল করিম বাংলাদেশে চলে যান এবং কিছুদিন আগে বাড়িতে ফিরে আসে।। এরই মধ্যে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আব্দুল করিমের স্ত্রীর কাছে ৪০ হাজার টাকা দাবি করে।। এবং তার বাড়িতে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী রেখে ফাঁসানোর চেষ্টার নামে এক যুবক দুষ্কৃতিকারীরা বেধড়ক মারধরে ফলেই গুরুতর আহত হন আব্দুল করিম।। পরে এলাকাবাসীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।। পরে ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন এলাকার প্রাক্তন বিধায়ক রতন দাস এবং এই ঘটনা তীব্র নিন্দা জানান।।