Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্য৪০ হাজারে রফা করে স্বামীকে বাড়ি ফিরিয়ে এনেও শেষ রক্ষা হল না!

৪০ হাজারে রফা করে স্বামীকে বাড়ি ফিরিয়ে এনেও শেষ রক্ষা হল না!

মঙ্গলবার সাউথ রামনগর এলাকায় cpim করার অপরাধে দুষ্কৃতিকারীরা বেধরক মারধর করে আব্দুল করিম নামে এক cpim কর্মীকে।। নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর আব্দুল করিম বাংলাদেশে চলে যান এবং কিছুদিন আগে বাড়িতে ফিরে আসে।। এরই মধ্যে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আব্দুল করিমের স্ত্রীর কাছে ৪০ হাজার টাকা দাবি করে।। এবং তার বাড়িতে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী রেখে ফাঁসানোর চেষ্টার নামে এক যুবক দুষ্কৃতিকারীরা বেধড়ক মারধরে ফলেই গুরুতর আহত হন আব্দুল করিম।। পরে এলাকাবাসীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।। পরে ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন এলাকার প্রাক্তন বিধায়ক রতন দাস এবং এই ঘটনা তীব্র নিন্দা জানান।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য