Monday, February 17, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতসংবিধানকে মান্যতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে- মুখ্যমন্ত্রী

সংবিধানকে মান্যতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে- মুখ্যমন্ত্রী

সংবিধানকে মান্যতা দিয়ে পূর্বজদের প্রদাঙ্ক অনুসরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রবিবার ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।

রবিবার গোটা দেশ এবং সমগ্র দেশবাসী যথাযথভাবে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ।জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই মহান দিনটি ।৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকালে সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কসহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় ।ছিয়াত্তর তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, সংবিধানকে মান্যতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আমাদের সকলের নিয়োজিত হতে হবে ।এই ক্ষেত্রে পূর্বজদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে চলবো।

সারা দেশের সাথে রবিবার রাজ্যেও রাজ্যবাসী 76 তম সাধারনতন্ত্র দিবস উদযাপনে মত্ত ।এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে দেশনায়কদের পাশাপাশি দেশের বীর সেনা জওয়ানদেরও যথাযথ মর্যাদায় শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য