বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই নভেম্বর….. বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে সেই দেশের হিন্দু এবং মুসলিম নাগরিকরা নিজেদের প্রাণ বাঁচাতে প্রতিনিয়ত ভারতে প্রবেশ করছে। তার মধ্যে খোয়াই সীমান্ত এলাকার বিভিন্ন স্থান দিয়ে এই ধরনের অনুপ্রবেশ ঘটে চলেছে প্রতিনিয়ত। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যারা অনুপ্রবেশ করছে তাদের পেছনে একটি দালাল চক্র কাজ করছে। সেই দালাল চক্রগুলি পয়সার বিনিময়ে বাংলাদেশের নাগরিকদের অবৈধ ভাবে বিশেষ করে খোয়াই সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ করাচ্ছো। আর তা করতে গিয়ে মঙ্গলবার খোয়াই চাম্পাহাওয়ার থানা ধিন বাচাইবাড়ী এলাকার জনগণ খবর পেয়ে দুই অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করে গাড়ি নিয়ে পালাবার সময় এবং তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। খোয়াই মহকুমা এলাকার বাচাই বাড়িতে মঙ্গলবার যে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করেন সেই দুই বাংলাদেশি নাগরিকরা হলো সাগর দাস এবং বিকাশ দাস। জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে। ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় বাঁচাই বাড়ি এলাকার জনগণ প্রথমে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তবে স্থানীয় এলাকার জনগণ দুই বাংলাদেশিকে উত্তম মধ্যম দেওয়ার কারণে তারা গুরুতর আহত হয়। শেষে পুলিশ তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জীবিতে রেফার করা হয়। তবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিনিয়ত খোয়াই মহাকুমার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে ঘটে চলেছে। গত কিছুদিন আগে গভীর রাতে চাম্পা হাওয়ার থানা ধিন সোমবাইরা বাজার এলাকায় লক্ষ্মীপুর গ্রামে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিকের অনুপ্রবেশ ঘটে। এবং ঐ ঘটনাকে কেন্দ্র করে ঐদিন রাতে ওই এলাকাতে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। অন্যদিকে কিছু স্বার্থান্বেষী লোক নিজেদের স্বার্থে হাজার হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করাচ্ছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে এবং ওই ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। যারা পয়সার বিনিময়ে বাংলাদেশের নাগরিককে ভারতে অনুপ্রবেশ করাচ্ছে। এরা হলো খোয়াই রামচন্দ্র ঘাটের অভিজিৎ নম:ধর ২২ অন্যজন খোয়াই জাম্বুরা নিবাসী বাবন দেবনাথ ৩৩ দুজনকেই পুলিশ গ্রেফতার করে। তবে খোয়াই এবং আশারাম বাড়ি এবং বাচাই বাড়ি এলাকার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এই ধরনের অনুপ্রবেশকারীদের কারণে ওইসব এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।ওই সব এলাকাবাসীর বক্তব্য সীমান্তের সীমান্ত রক্ষী বাহিনীরা তাদের কর্মের গাফলিতদের কারণে ওই সব এলাকা দিয়েই প্রতিনিয়ত এই ধরনের অনুপ্রবেশ ঘটছে। তবে মঙ্গলবার এর এই ঘটনাকে কেন্দ্র করে বাচাইবাড়ী এবং আশারাম বাড়ি সীমান্ত এলাকাতে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।