তেলিয়ামুড়া প্রতিনিধি :-খোয়াই জেলা ও গোমতী জেলা মানুষদের স্বার্থে আগরতলা থেকে দূরপাল্লা যে ট্রেনগুলো যায় সেগুলো যাতে তেলিয়ামুড়াতে থামানো হয় তার জন্য বিগত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উনাকে তেলিয়ামুড়া থেকে দূরপাল্লার ট্রেনের সম্বন্ধে সমস্ত বিষয়ের অবগত করেন । এদিন মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন । যতটুকু খবর পাওয়া গিয়েছে মন্ত্রী মহাশয় তা খতিয়ে দেখার জন্য একটা টিম পাঠিয়েছিলেন তেলিয়ামুড়া রেলস্টেশন পরিদর্শন করার পর আজকে এক সাক্ষাৎকারে মাননীয় বিধায়িকা প্রতিনিধিকে জানান আমরা আশা করি কিছুদিনের মধ্যে খোয়াই জেলাও গোমতী জেলার বসবাসকারীরা এর সুফল পেতে পারেন। যা মহকুমা বাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে পারে। এবং মহাকুমা বাসী অত্যন্ত খুশি হবেন।