Saturday, November 15, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগোপন সংবাদের ভিত্তিতে এক নেশা কারবারির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ব্রাউন...

গোপন সংবাদের ভিত্তিতে এক নেশা কারবারির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করলো তেলিয়ামুড়া মহুকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ বাহিনী।


ঘটনার বিবরণে প্রকাশ, বিগত বহুদিন ধরে এলাকাবাসীর অভিযোগ এবং পুলিশের কাছে খবর ছিল যে, তেলিয়ামুড়া মহুকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা এক সন্তানের জননী লক্ষী নাথ ভৌমিক, স্বামী মৃত অমরেশ ভৌমিকের বাড়িতে অবৈধ নেশা সামগ্রী মজুদ রেখে বিক্রি করা হচ্ছে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ এর অভাবে কোনো পদক্ষেপ গ্ৰহন করতে পারছিলো না পুলিশ প্রশাসন। অবশেষে শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ তেলিয়ামুড়া মহুকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী সেই‌ নেশা কারবারি লক্ষী ভৌমিকের বাড়িতে হানা দেয়। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির লোকজন ফলে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব না‌ হলেও, পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য