Sunday, June 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদলোহার গ্রিল ভেঙে খোয়াই অরবিন্দ পার্ক এলাকার এক বাড়ি থেকে নগদ দেড়...

লোহার গ্রিল ভেঙে খোয়াই অরবিন্দ পার্ক এলাকার এক বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা জুন….. বর্তমান সময়ে খোয়াই শহরটি চোরদের আতুর ঘরে পরিণত হয়েছে। তাইতো একের পর এক চুরির ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে খোয়াই মহকুম বাসি। কোনভাবেই এই চোরের দলকে কাবু করতে পারছে না পুলিশ। গত এক মাস আগে একই দিনে তিনটি বাড়িতে চুরি হয়ে যায় খোয়াই শহরের বুকে। এরপরও পুলিশ চোরদের কোন কুল কিনারা করতে পারেনি।তাতে করে প্রতিদিন খোয়াই সহরের কোন না কোন এলাকায় চুরির ঘটনা ঘটছে। তেমনি ভাবে আবারও চুরির ঘটনা ঘটল মঙ্গলবার খোয়াইয়ের বনকর স্থিত অরবিন্দ পার্ক এলাকার বাসিন্দা প্রদীপ শীলের বাড়িতে। ঘটনার বিবরন দিয়ে গৃহকর্তা প্রদীপ শীল জানান কর্মসূত্রে তিনি একজন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ব্যাংকের গ্রুপ ডির কর্মী। এবং উনার স্ত্রী গত দুইদিন ধরে বাড়িতে ছিল না। চিকিৎসার জন্য প্রদীপ শীলের স্ত্রী ও কন্যা গৌহাটিতে গিয়েছিল। যথারীতি মঙ্গলবার সকালে প্রদীপ শীল কর্মসূত্রে ব্যাংকে চলে যায় সমস্ত বাড়ি ঘরে তালা দিয়ে। আর এই সুযোগে চুরের দল খালি বাড়ি পেয়ে লোহার গ্রিল ভেঙ্গে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে নগদ প্রায় দেড় লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে জানান। যথারীতি মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ শীলের স্ত্রী যখন গৌহাটি থেকে বাড়ি ফিরে আসে এবং এবং ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করতেই দেখতে পায় ঘরের জানলার লোহার গ্রিল কাটা এবং পাশের ঘরের দুটি আলমিরা বঠি দা দিয়ে ভেঙে চুরি করে। তখন সাথে সাথে প্রদীপ শীলের স্ত্রী ওনাকে খবর দেন। এই খবর পেয়ে প্রদীপ শীল অফিস থেকে ছুটে আসেন নিজ বাড়িতে এবং দেখতে পান ঘরের গ্রিল ভেঙে দুটি আলমিরা থেকে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার সর্নালঙ্কার চুরি হয়ে গেছে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খোয়াই থানার পুলিশ এসে উপস্থিত হয়। কখন চুরি হয়েছে এই বিষয়ে কারোর কিছু ধারণা নেই। চুরি কান্ডটি কখন ঘটেছে তা খতিয়ে দেখতে প্রদীপ শীলের বাড়ির উল্টোদিকের বাড়ির সিসি ক্যামেরা পরীক্ষা করছে পুলিশ। যদি পুলিশ বাড়ির মালিক সহ অন্যান্যদের কে বলে দিয়েছে ঘরের কোন জিনিসকে হাত না লাগাতে। এই চুরির খবর পেয় সমস্ত এলাকাবাসী প্রদীপ শীলের বাড়িতে ভিড় করে পাশাপাশি ওনার ব্যাংকের কর্মকর্তারাও ঘটনার খবর পেয়ে উনার বাড়িতে হাজির হয় । এইভাবে একের পর এক খোয়াই শহরের বুকে চুরি কান্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে খোয়াই শহরবাসী। অন্যদিকে চুরের টিকি নাগাল ও খুঁজে পাচ্ছে না পুলিশ। তাতে করে পুলিশের উপর ক্ষোভ জমছে খোয়াই বাসির।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য