Sunday, June 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যালয় শিক্ষা দপ্তর ও খোয়াই জেলা শিক্ষা আধিকারিক এর ব্যবস্থাপনায় উদযাপিত হলো...

বিদ্যালয় শিক্ষা দপ্তর ও খোয়াই জেলা শিক্ষা আধিকারিক এর ব্যবস্থাপনায় উদযাপিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী

ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের ব্যবস্থাপনায়, রাজ্যভিত্তিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রত্যেক বছরের ন্যায় এবছরও বেশ ঘটা করে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন প্রান্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সেই মতো ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় আজ। আজকের এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বালন ও কবির প্রতিকৃতিতে মাল্যদান করার মাধ্যমে সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যানী সাহা রায়। উদ্ভোদক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা সরকারের বুনিয়াদি ও মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া শহরের বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্যী, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সুত্রধর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহুকুমা সহ খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা কবির জীবনাকাহিনীর ওপর বিভিন্ন আলোচনা, আবৃত্তি, সংগীত ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা কবি নজরুলের মানবতাবাদ, সাম্যবাদ ও বিদ্রোহী চেতনার গভীর তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হয়।
অনুষ্ঠানটি গোটা খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। জন্মজয়ন্তীর এই আয়োজনে উপস্থিত শিক্ষার্থী সহ সাংস্কৃতিক অনুরাগী মানুষজনেদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।।।
এছাড়াও, এদিন অনুষ্ঠান পূর্বে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং এদিন সকালে তেলিয়ামুড়ার বনেদি বিদ্যালয় কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগেও বিদ্যালয় প্রাঙ্গনে কবির প্রতিক্রিতিতে মাল্যদান করা সহ এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে তেলিয়ামুড়া মহুকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।।। সব মিলিয়ে বলা চলে, গোটা তেলিয়ামুড়া মহুকুমায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বেশ ঘটা করে এবং যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়েছে।।।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য