Sunday, June 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল অটল স্মৃতি ভবনে খোয়াই...

কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল অটল স্মৃতি ভবনে খোয়াই মন্ডল ভিত্তিক দ্বিতীয় তৃবার্যীকি সন্মেলন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই মে…..রবিবার দুপুরে খোয়াই মহাদেব টিলা স্থিত অটল মনোহর স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল খোয়াই মহকুমার অন্তর্গত মন্ডল ভিত্তিক ত্রিপুরা রাজ্যে কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে দ্বিতীয় তৃবার্ষীকি সন্মেলনে। উক্ত সন্মেলনের উৎভোধন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস। এছাড়া মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, জেলার সাধারণ সম্পাদক সমির কুমার দাস, মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, বি এম এস এর খোয়াই জেলার সভাপতি সন্জয় সরকার, রামচন্দ্রঘাট মন্ডল সভাপতি সুকেশ দেববর্মা সহ অন্যান্যরা। উক্ত সন্মেলনে কর্মচারি সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে অবসর প্রাপ্ত বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদের উত্তরিও পরিয়ে গীতা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।উক্ত সন্মেলনের উৎভোধক অনুকূল দাস বক্তব্য রাখেন গিয়ে তিনি বলেন দেশের উন্নয়নেয় সার্থে আমাদের কাজ করে যেতে হবে। এছাড়া রাজ্যের সমস্ত কর্মচারিরা নিজ নিজ ক্ষেত্রে দারিয়ে সমাজের জন্য কাজ করতে হবে। এবং কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখেই কাজ করতে হবে সবাইকে।কারন একজন কর্মচারি হিসাব সমাজের প্রতি আমারা দ্বায় বদ্ধ।তাই সমাজের প্রত্যাকটি মানুষের জন্য কাজ করে যেতে হবে। সন্মেলনের শেষে দুটি মন্ডল কমিটির নাম ঘোষণা করা হয় উক্ত সন্মেলনে। আশারাম বাড়ি এবং খোয়াই মন্ডল কমিটির সদস্য ও সদস্যাদের নাম ঘোষণা করা হয় সন্মেলনের মন্চ থেকে। আশারাম বাড়ি থেকে ১৮ জনের একটি কমিটি তৈরি করা হয়। এবং খোয়াই মন্ডল থেকে ৩৩ জনের কমিটি গঠন করা হয়।ঐ কমিটির সভাপতি হন অশোক দাস, সম্পাদক অমিত দাস, কোষাধ্যক্ষ্য মিঠু দেবনাথ,অফিস সম্পাদক রকসন দাস , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌর প্রতিম সর্মা সহ ২০জন পদাধিকাররা রয়েছেন। এবং সদস্য হিসেবে রয়েছেন ১৩জন। উক্ত সন্মেলনে ৪০০ এর উপরে বিভিন্ন ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য