Monday, June 23, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই শুভম নাট্যচক্রের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সমাপ্ত হল...

খোয়াই শুভম নাট্যচক্রের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সমাপ্ত হল ১০ দিন ব্যাপী নাট্য কর্মশালার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে এপ্রিল……খোয়াই শুভম নাট্যচক্রের উদ্যোগে এবং খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় গত বৃহস্পতিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে সমাপ্ত হল ১০ দিন ব্যাপি নাট্য কর্মশালার।এই নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব তথা ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী বিদ্যুৎজিৎ চক্রবর্তী মহোদয়। এছাড়া
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই এর পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা খোয়াই পুর পরিষদের ক্রীড়া এবং সাংস্কৃতিক উপদেষ্টা মন্ডলীর মাননীয় সভাপতি তথা শুভম নাট্য চক্রের অভিভাবক পীযূষ কান্তি চৌধুরী বিশিষ্ট সমাজসেবক বিনয় দেববর্মা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা ও দপ্তরের মহকুমা অধিকারী শ্রী দুলাল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ১০ দিন ব্যাপি এই নাট্য কর্মশালায় প্রশিক্ষকরা শুভম নাট্যচক্রের সমস্ত কুশিলবদের নাটকের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেন।তার মধ্যে রয়েছে কিভাবে নাটক করতে হয়,এর জন্য কি কি প্রস্তুতি নিতে হয়।এর মধ্যে নাটকের মূল বিষয় হল নাটকের ব্যাসিকটা জানা।কারন নাটকের ব্যাসিক জানা না থাকলে নাটক করা সম্ভব নয়।এর পর রয়েছে পান্ডুলিপি লিখন বা তৈরি করা,এর পর রোল প্লে করা,মঞ্চ ব্যাবহার এবং এর সাথে মন্চের আলোকে ব্যাবহার করা বা শিখে নেওয়া। ডায়লগ থ্রো করার ক্ষমতা, এবং মঞ্চে অভিনয় করতে গিয়ে কিভাবে মঞ্চকে ব্যবহার করতে হয় মন্চের আলোর সাহায্য নিয়ে।এই ধরনের কিছু বিশেষ বিশেষ দিক গুলিকে নিয়ে এই নাট্য কর্মশালায় প্রশিক্ষণ দেন এই কর্মশালায় প্রশিক্ষকরা।
শেষে এই নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা খুব সুন্দর এবং সময়োপযোগী বাল্যবিবাহ বিরোধী একটি নাটক ভুলের মাশুল নামক একটি নাটকটি উপস্থাপনা করেন।
সবার সার্বিক সহযোগিতায় ১০ দিনব্যাপী নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়েছে। এর জন্য শুভন নাট্যচক্রের পক্ষ থেকে এই কর্মশালার সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য