বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই এপ্রিল……বৃহস্পতিবার দুপুরে খোয়াই মহকুমাজুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝড়, তুফানের কারনে মহাকুমার বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপরে পড়ে যায় বিভিন্ন বিদ্যুৎ খুটির উপর। তাতে সমস্ত খোয়াইয় মহকুমা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি অনেক গাছ পড়ে অনেকের বাড়ি ঘরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাতে করে মহকুমার সমস্ত বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। সমস্ত কিছু সাড়াই করার জন্য বিদ্যুৎ দপ্তর লেগে পড়েছে যদিও সন্ধে পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এছাড়া যেসব এলাকায় বড় বড় গাছ পড়েছে সেগুলোকে কেটে বুলডোজার দিয়ে সরানোর চেষ্টা চলছে সন্ধ্যা পর্যন্ত তেমনটাই দৃশ্য পরিলক্ষিত হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গাছগুলি কেটে পরিষ্কার করার চেষ্টা চলছে সন্ধ্যা পর্যন্ত।