Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনাশকতার আগুনে রাতের অন্ধকারে পুড়ে গেল এক ব্যক্তির রাবার বাগানের ৩০০ টি...

নাশকতার আগুনে রাতের অন্ধকারে পুড়ে গেল এক ব্যক্তির রাবার বাগানের ৩০০ টি গাছ। ঘটনা করঙ্গি ছড়া এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা এপ্রিল……নাশকতার আগুনে রাতের অন্ধকারে পুড়ে গেল এক ব্যক্তির রাবার বাগান। ঘটনায় বিবরণে জানা যায় রবিবার রাতে কে বা কারা খোয়াই চাম্পা হাওর থানার অন্তর্গত আশারাম বাড়ী পশ্চিম করঙ্গী ছড়া এলাকায় এক রাবার বাগানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। জানা যায় করঙ্গী ছড়া এলাকার বাসিন্দা অর্থাৎ রাবার বাগানের মালিক সুবীর সরকারের রাবার বাগানে কে বা কারা আগুন লাগিয়ে দেয় তাতে সুবীর সরকারের ৩০০ টি রাবার গাছ পুড়ে যায়। এরপর বাগানে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এসে আগুন নেভাতে সাহায্য করে। অন্যদিকে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা রাত দশটা নাগাদ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ধরনের নাশকতামূলক কাজ আসারাম বাড়ী এলাকার প্রতিনিয়ত ঘটে চলেছে বলে এলাকা সূত্রে জানা যায়। এই মৌরসুমে পর্যাপ্ত বৃষ্টির অনেকটাই সংকট থাকে, যার ফলে চারিদিকে গাছপালা সহ বিভিন্ন বনাঞ্চল শুকিয়ে একদম কাঠ হয়ে থাকে। তাছাড়া প্রকৃতির নিয়ম অনুসারে রাবার গাছ প্রতি বছর রেচন পদার্থ ত্যাগ করেন পাতা ঝরার মাধ্যমে। যার ফলে প্রতিটি রাবার বাগানের নিচে এই সময়ে প্রচুর পরিমাণ রাবারের পাতা জমে যায়। যেহেতু খরার মৌরসুম, কোনভাবে আগুনের স্ফুলিঙ্গের সন্ধান শুকনো পাতায় পেয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সারা বাগানে আগুন ছড়িয়ে পড়ে। এটা যেন প্রতিবছরের ধারাবাহিক ঘটনা। এই সময়ের প্রতি বছর কোন না কোন এলাকাতে রাবার বাগান পুড়ে যায়। এতে কৃষকদের অনেকটাই ক্ষতির স্বীকার হতে হয়। কিন্তু রাবার বোর্ডের নিয়ম অনুসারে প্রতিবছর এই সময়ে প্রতিটি রাবার বাগানে ফায়ার লাইন করা বাধ্যতার মধ্যে পড়ে। কিন্তু প্রতিটি রাবার চাষী আদৌ রাবার বাগানে এই সময়ে ফায়ার লাইন করে কিনা সে বিষয়ে অনেকটা সন্দেহ রয়েছে। এই ফায়ার লাইন করলে প্রতিবছর রাবার চাষীদের এইরকম অগ্নিকান্ডের শিকার হতে হবে না বলে রাবার বিশেষজ্ঞদের দাবি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য