Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনিখোঁজ ছেলের সন্ধানে দিশেহারা জন্মদাতা পিতা

নিখোঁজ ছেলের সন্ধানে দিশেহারা জন্মদাতা পিতা

তেলিয়ামুড়া প্রতিনিধি।
নিখোঁজ হওয়ার ৯ দিন পরেও বাড়ি থেকে নিখোঁজ হওয়া ছেলের হদিস না পেয়ে হন্যে হয়ে খোঁচাখুঁজি করে যাচ্ছে হতভাগ্য পিতা। নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস, পিতা দুলাল বিশ্বাস। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়। গত সপ্তাহের বুধবার খাওয়া-দাওয়া সেরে অভিজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় অভিজিৎ বিশ্বাসের বাবা দুলাল বিশ্বের বাড়িতে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এদিন রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি। পরদিন সকাল থেকে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি অভিজিতের সন্ধান। পরে তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে থানায় দ্বারস্থ হয় পিতা। নবম দিন অতিক্রান্ত হলেও ছেলের কোন সন্ধান না পাওয়াতে সাংবাদিকদের কাছে নিখোঁজের বিষয়টি তুলে ধরে পিতা দুলাল বিশ্বাস। তিনি এক সাক্ষাৎকারে জানান, ছেলে নিখোঁজের বিষয়টির অন্য কোন কারণ থাকতে পারে। তবে ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে পিতা দুলাল বিশ্বাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য