সিপিএম নেতারা দিনকানা রোগে আক্রান্ত। তাই তাদের চোখে উন্নয়ন দেখা যাচ্ছে না, সিপিআইএম”র সমাবেশে নিয়ে এবার যোগ্য জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। বৃহস্পতিবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন প্রকাশ কারাত থেকে শুরু করে মানিক সরকার এবং অন্যান্য নেতৃত্ব যেভাবে মিথ্যে প্রচার করেছেন একটা মানুষ কোনওদিন গ্রহণ করে নেবে না। তিনি সিপিআইএম দলকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করেন। সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্যের মানুষের উন্নয়ন অব্যাহত রয়েছে। বন্যার সময় সরকারি সুযোগ-সুবিধা পেয়েছে ক্ষতিগ্রস্তরা। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সমস্যাও দূর করেছে বর্তমান সরকার। তিনি বলেন, পূর্বতন সরকারের সময়কালে আইন-শৃঙ্খলা একেবারেই ছিল না। খুন, ধর্ষণ, নির্যাতন, চুরি ছিনতাই ইত্যাদি নানান ঘটনা দিনের পর দিন ঘটেছিল। কিন্তু বর্তমান সময়ে ত্রিপুরার আইন-শৃঙ্খলা যথেষ্ট উন্নত। নেশা বিরোধী অভিযানে ও পুলিশ কাজ করছে। সিপিআইএম দলের নেতৃত্ব জনসভা করে মানুষকে বিভ্রান্ত করছে। তবে মানুষ তাদের কোনও অবস্থাতে গ্রহণ করে নেবে না। তিনি আরও বলেন স্বচ্ছ নিয়োগ নীতিতে বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় উন্নয়ন চলছে। লোডশেডিং রাজ্যে নেই বললেই চলে। সরকারি নানান প্রকল্পের মাধ্যমে গরিব খেটে খাওয়া মানুষরা উপকৃত হচ্ছেন। খেলোয়ারদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বর্তমান পড়ুয়ারা এবং খেলোয়াররা বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করছেন, এটা গর্বের বিষয়। পাশাপাশি বিরোধীদের মিথ্যে প্রচারের তীব্র নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার উপস্থিত ছিলেন।