তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি গ্যাস পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে গাঁজা চাষ করা সহ গাঁজার কারবার চালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে এবং তিন কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে। গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ ডি.সি.এম তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপদ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন’কে পাশে রেখে দাবী করেছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান সংঘটিত হয়েছে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে আটক কড়া ব্যাক্তি গোপাল নাথ ভৌমিকের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা গ্রহণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে ওসি দাবি করেছেন। এলাকা সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় ধরে এই জায়গায় গোপাল নাথ ভৌমিক গাঁজা চাষ করার পাশাপাশি নিজ বাড়িতেই গাঁজা সেবনের আসর বসিয়ে আসছেন। এই অভিযান আগামী দিনে নেশার বিরুদ্ধে ইতিবাচক বার্তা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা।