বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৯শে জানুয়ারি……. বেহাল দশায় দিন কাটাচ্ছে খোয়াই বিদ্যুৎ দপ্তর। দেখা গেছে জরুরী পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দপ্তরের মধ্যে উল্লেখযোগ্য দপ্তর হল হল বিদ্যুৎ নিগম। আর এই বিদ্যুৎ নিগমের এইরকম বেহাল অবস্থা খোয়াই শহরের দিন দুপুরে দেখা যায় দপ্তরের লোক গাড়ি ঠেলছে তাহলে বিদ্যুৎ ভোক্তারা প্রশ্ন তুলবেই সেটা স্বাভাবিক বিষয় । রবিবার দুপুরে খোয়াই শহরে তারই চিত্র লক্ষ্য করা গেল। খোয়াই সুভাষ পার্ক বাজার এলাকা দিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দপ্তর চুক্তির ভিত্তিতে নিয়োজিত গাড়িটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন। খোয়াই মহকুমা এলাকার জনগণ প্রশ্ন তুলতে শুরু করেছে ডিউটিরত অবস্থায় যদি জরুরী পরিষেবা সংক্রান্ত বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় আপৎকালীন সময় বিদ্যুৎ ভোক্তাদের সমস্যা নিরসনে দপ্তরের কর্মকর্তারা কিভাবে পৌঁছাবে। যদি কোথাও অগ্নিসংযোগ বা অন্য কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিভাবে ঘটনাস্থলে পৌঁছাবে সেটাই নিয়েও সাধারণ বিদ্যুৎ ভুক্তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাছাড়া সামনে আসছে বর্ষাকাল খোয়াই বিদ্যুৎ দপ্তরের গাফিলতি আর সাধারণ বিদ্যুৎ ভুক্তাদের নাজাহালের কাহিনী আর বলার অপেক্ষা রাখে না। এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য খোয়াই বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ও ডি জি এম কে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরার প্রয়োজনীয়তা বোধ করেননি। এখন প্রশ্ন হল খোয়াই শহরে যদি কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে দপ্তরের কর্তাবাবুর কিভাবে তার সমাধান করবেন এটাই প্রশ্ন। রাজ্যের বিদ্যুৎ নিগম খোয়াইয়ের সংশ্লিষ্ট ঘটনাটি প্রত্যক্ষ করে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনগুলিতে সেটাই দেখার বিষয়। আর এইসব কারণে রবিবার সন্ধ্যার পর থেকে কয়েক ঘন্টা খোয়াই শহর অন্ধকারে নিমজ্জিত থাকে।