Friday, January 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচাকমাঘাট স্থিত টি এস আর এর ১২ নং ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হল...

চাকমাঘাট স্থিত টি এস আর এর ১২ নং ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির এবং সিভিক একশন প্রোগ্রাম

তেলিয়ামুড়া প্রতিনিধি –
রাজ্যের গর্ব টি এস আর নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি নানাবিধ সামাজিক কাজ করে থাকে। এর উদাহরণ পূর্বেও অনেক রয়েছে এ রাজ্যে। এই ধরনের আরও একটি সামাজিক কর্মসূচী পালন করল ১২ নাম্বার টি এস আর বেটেলিয়ান। শুক্রবার চাকমাঘাট স্থিত টি এস আর ১২ বেটেলিয়ান এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই সামাজিক কর্মসূচী। এদিন বেটেলিয়ানের উদ্যোগে রক্তদান এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী অমিতাভ রঞ্জন, আইপিএস, পুলিশ মহাপরিচালক, ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ আধিকারিক রমেশ যাদব। টি এস আর ১২ বেটেলিয়ান এর কমান্ডেন্ট রত্নদিপ্ত দাস সহ অন্যান্যরা । এদিন সেচ্ছায় রক্তদান ছাড়াও এলাকার গরিব দূস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করাহয়। তাছাড়াও ছাত্র ছাত্রী দের মধ্যে শিক্ষা সামগ্রীও বিতরণ করেন উপিস্থিত অতিথিগন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য