Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে জেলাশাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয়...

খোয়াই জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে জেলাশাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় আবাসন ও নগর মন্ত্রী তোখন সাহু

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২ শে নভেম্বর……. শুক্রবার সকালে খোয়াই জেলায় জেলাভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখন সাহু শুক্রবার সকাল ৮ ঘটিকায় খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে একটি পর্যালোচনা বৈঠকে যোগদান করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, মহকুমা শাসক চারু বর্মা সহ খোয়াই জেলার সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিল। এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গুলি জনগণের জন্য কতটুকু বাস্তবায়ন হয়েছে তার খোঁজখবর নেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী যেসমস্ত প্রকল্পগুলো হাতে নিয়েছিলেন সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এই জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যেসমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও বিস্তর আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি এও বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার জনসাধারণের উপর নজর দিয়ে যেভাবে কাজ করে চলেছে তার প্রশংসা রাখে । তাছাড়া এই রাজ্যের জনসাধারণের যে দাবি গুলি রয়েছে সরকারের কাছে সেগুলিও পূরণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার বলে দাবি করেন । এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি যাতে জনসাধারণের হাতে অতি দ্রুততার সাথে পৌঁছে যায় এবং তার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে ব্যাপক হারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সাধারণ সুবিধাভোগীরা সেই সুবিধাগুলো নিতে পারেন । সব দপ্তরের প্রতিমন্ত্রীরা প্রায় সময় জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন যাতে করে সাধারণ সুবিধাভোগীরা সরকারি সুযোগ-সুবিধা পেতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য