Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবাংলা ভাষাকে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়াতে খোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হলো...

বাংলা ভাষাকে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়াতে খোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হলো আনন্দ ও বিজয় সম্মেলন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই নভেম্বর……মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা,
বাংলা ভাষা বাঙালির মুখের প্রানের ও মনের ভাষা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দানের জন্য বাংলা আকাদেমি ত্রিপুরা রাজ্য কমিটি ও খোয়াই জেলা কমিটি দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন ও ধর্না সংগঠিত করে আসছিল। ইতিপূর্বে ভারত সরকার দক্ষিণ ভারতের তামিল, তেলেগু,মালয়ালম,কন্নড় ও সংস্কৃত ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ ২০১৪ সালে ওড়িয়া ভাষাকে যখন ধ্রুপদী ভাষার স্বীকৃতি দান করেছে তখন বাংলা আকাদেমি ত্রিপুরা রাজ্য কমিটি এই আবেদন, নিবেদন আন্দোলন, ধর্না আরো তেজী করে। যাই হোক একটু দেরীতে হলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের ৩রা অক্টোবর দেবীপক্ষের সূচনা লগ্নে বিশ্বের মধুরতম ভাষা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে । এতে যারপরনাই বিশ্বের বাঙালি তথা বাংলা ভাষা প্রেমী মানুষরা আনন্দিত ও গর্বিত।
এই আনন্দে অবগাহন করতে বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটি গত ৯ ই নভেম্বর ২০২৪ ইং শনিবার খোয়াই জেলা গ্রন্থাগারে এক আনন্দ সন্মেলন তথা বিজয় সন্মেলনের আয়োজন করে।
খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা মহোদয়ের হাত ধরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে খোয়াই পুর পরিষদের মাননীয় ভাইস-চেয়ারপারসন নিবাস সাহা পুর পরিষদের কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক, বাংলা আকাদেমি ত্রিপুরা রাজ্য কমিটি সচিব কৃষ্ণ কুসুম পাল,সহ-সভাপতি নিতাই চরন দেবনাথ বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটির সহ-সভাপতি প্রিয়তোষ ঘোষ প্রমুখ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত – ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি “, জনগণ মন অধিনায়ক জয় হে ,পর পর এই দুটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের শিল্পীবৃন্দ। এরপর
স্বাগত বক্তব্য রাখেন বাংলা আকাদেমি খোয়াই জেলা কমিটির সচিব জহরলাল দাস। এর পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি আদায়ে বিশেষ কর্ম তৎপরতার জন্য বাংলা আকাদেমি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব ও সহ-সভাপতি যথাক্রমে কৃষ্ণ কুসুম পাল ও নিতাই চরন দেবনাথকে ভাষা যোদ্ধা সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে খোয়াই বিভাগের উপস্থিত সাংবাদিকদের ও বাংলা আকাদেমির বিশেষ মেডেল পরিয়ে সন্মাননা জ্ঞাপন করা হয়। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান সংক্রান্ত ও এই ভাষার গুরুত্ব ব্যাখ্যা করে একে একে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টামণ্ডলীর সদস্য পীযূষ কান্তি চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক, বাংলা আকাদেমির ত্রিপুরা রাজ্য কমিটির সচিব কৃষ্ণ কুসুম পাল,সহ- সভাপতি নিতাই চরন দেবনাথ, কবি তথা সাংবাদিক দীপাঞ্জন ভট্টাচার্য প্রমুখ। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রদানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সভা থেকে একটি প্রস্তাব গৃহীত হয়। কবি রবীন্দ্রনাথকে জাতীয় কবির মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়।পরে অনুষ্ঠানে উপস্থিত কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক সহ সুধী সজ্জন মন্ডলীসহ সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে একটা আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। অনুষ্ঠানের সভাপতি মনোরঞ্জন গোপের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য