Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহাকুমা জুড়ে বিভিন্ন চুরি কান্ডে জড়িত চারটি গারি সহ চার যুবককে...

খোয়াই মহাকুমা জুড়ে বিভিন্ন চুরি কান্ডে জড়িত চারটি গারি সহ চার যুবককে আটক করে খোয়াই থানার পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই নভেম্বর…. গত কয়েক মাস ধরে খোয়াই মহাকুমাটি চোরদের আতুর ঘরে পরিনত হয়ে রয়েছে।তাইত খোয়াই মহকুমা জুড়ে প্রতিদিন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে।তাতে সাধারণ জনগণ অতিষ্ঠ এই সমস্ত চুরির ঘটনাগুলির জন্য। সাধারণ জনগণের বাড়ি ঘরের জিনিসপত্র থেকে শুরু করে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছেন চোরের দল। অন্যদিকে বৃদ্ধি পেয়েছে অবৈধ নেশা সামগ্রী সেবন ও অবৈধ নেশা সামগ্রীর রমরমা বাণিজ্য। পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করলেও এই সমস্ত কর্মকাণ্ডের লাগাম জানতে পারছে না। চুরি সহ অবৈধ নেশা সামগ্রী মাস্টারমাইনরা বিভিন্ন পন্থা অবলম্বন করে চুরি সহ নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন পুলিশ তাদের টিক্কির নাগাল ও পাচ্ছে না পুলিশ। গত বুধবার খোয়াই দুর্গানগর এলাকায় একটি মাংসের দোকান থেকে বেশ কয়েকটি ছাগল ও মুরগি নিয়ে যায় চোরের দল পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশ এই চুরি কান্ডে ব্যবহৃত গাড়িসহ একজনকে জালে তুলতে সক্ষম হয়। এই ঘটনার পরবর্তীতে পুলিশ বিষয়টি নিয়ে একটু নড়াচরে বসেন। যথারীতি খোয়াই থানার ওসির নেতৃত্বে একটি টিম তৈরি করা হয় এবং গতকালকেই ময়দানে নেমে পড়েন। যথারীতি সফলতা আসে। শেষে শুক্রবার বিকেলে খোয়াই থানার ওসি ও বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ির ওসি প্রীতম উচুই এক সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ঘটনার বিবরণে পুলিশ জানায় বৃহস্পতিবার খোয়াই জাম্বুরা স্থিত এক মহিলা উনার ছাগল মাঠে বেঁধে রাখেন ।এবং কিছুক্ষণ পর দেখতে পান একটি সাদা কালারের গাড়ি ওই ছাগলটি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে । এই ঘটনা প্রত্যক্ষ করে মহিলা গাড়িটিকে বাধা দেবার চেষ্টা করে কিন্তু গাড়িটি মহিলাকে চাপা দেবার উদ্যত হয়। তখন মহিলা সরে যায় ও মহিলা গাড়িটির নাম্বার দেখে রাখে এবং যথারীতি পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত এই ধরনের চুরি কান্ডের মাস্টারমাইন্ড সহ চারজনকে চারটি গাড়ি সহ জলে তুলতে সক্ষম হয়েছে। এই চারজন হল দিবা দেববর্মা ২৮, সুজিত দেবনাথ ওরফে বিকাশ ৩০, লিংকটন দেববর্মা ২৪, এবং রিকান কোদাল দাস ১৯। তাদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেন মামলার নাম্বার 74 / ২০২৪ এবং যে ধারা গুলি যুক্ত করা হয় সেগুলি হল ৩০৩ ,১০৯, ৩(৫) ও ডি এন এস ২০২৩। যে পদ্ধতিগুলি অবলম্বন করে এই চোর চক্রের মাস্টারমাইনরা চুরির ঘটনাগুলি সংঘটিত করতো সহজভাবে তাদেরকে ধরা বড় কঠিন এবং যেই গাড়িগুলি চুরি কান্ডের ব্যবহার করা হতো সেগুলিও দামি দামি গাড়ি সাধারণভাবে বুঝাই যাবে না এই গাড়িগুলি দিয়ে ছাগল চুরির মত কাজ করতে পারে। পুলিশ জানিয়েছেন তাদের লিস্টে আরো বেশ কিছু নাম রয়েছে যারা এই চোর চক্রের সঙ্গে জড়িত। পুলিশ এও জানিয়েছে বাকি সব চোরদের ধরতে তাদের অভিযান জারি রয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে তাদেরকেও জালে তুলতে সক্ষম হবে পুলিশ বলে জানায় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য