তেলিয়ামুড়া প্রতিনিধিঃ-
এই সময়ের মধ্যে রাজ্যের প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে মূর্তি তৈরি চলছে সেই জায়গার মধ্যে বিভিন্ন স্তরের মূর্তি কারিগরদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বলা যায় দীপাবলি বা কালী পূজা কে সামনে রেখে বিভিন্ন অংশের মূর্তি কারিগরদের তৎপরতা এই সময়ের মধ্যে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। একই ছবি তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গার মূর্তি কারিগরদের মধ্যে। আমরা কথা বলেছি স্থানীয় তেলিয়ামুড়ার প্রসিদ্ধ মূর্তি কারিগর নরেশ পালের সাথে আমাদের সাথে কথা বলার সময় নরেশ বাবু দাবি করেছেন,, এই সময়ের মধ্যে মূর্তি তৈরি করতে গিয়ে অনেকটাই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মূর্তি তৈরি করে খুব বেশি লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিমত প্রকাশ করেন নরেশ পালের মত প্রথিতযশা মূর্তি কারিগর। এর পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মূর্তির দাম যতটা বেশি হওয়ার কথা ছিল ঠিক তত হারে মূর্তি বিক্রি হচ্ছে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম প্রকৃতযশা মূর্তি কারিগরের বক্তব্য অনুযায়ী আমরা ধরে নিতে পারি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার মতো করে তেলিয়ামুড়ার নরেশ পাল এর বক্তব্য হচ্ছে সুপ্রাচীন এই মূর্তি তৈরীর ব্যাবসাটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।