Tuesday, November 12, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপালিত হল রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ দিবস খোয়াই বেহালা বাড়ী এলাকাতে

পালিত হল রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ দিবস খোয়াই বেহালা বাড়ী এলাকাতে

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই অক্টোবর….. সোমবার বিকেল তিনটায় রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হলো খোয়াই বেহালা বাড়ি স্থিত বিআরসি হল সংলগ্ন মাঠে। এই রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা, রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস, টি টি এডিসির বিধায়ক অনন্ত দেববর্মা বনদপ্তরের আধিকারিক আর কে শ্যামল খোয়াই মহকুমা পুলিশ আধিকারি রঙ্গদুলাল দেববর্মা সহ বন বিভাগের বিভিন্ন আধিকারিক ও রাজ্যের বিভিন্ন বন বিভাগ অফিসাররা। সোমবার বিকেলের এই অনুষ্ঠানটি অতিথিবর্গরা প্রথমে প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ করেন সমস্ত অতিথিরা।এই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ প্রদান করেন দপ্তরের আধিকারী আর কে শ্যামল, তিনি আলোচনাতে তুলে ধরেন বন এবং বন্যপ্রাণীদের রক্ষা করতে হবে কারণ বন এবং বন্যপ্রাণীদের রক্ষা করতে না পারলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে। আর মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে অবশ্যই বন এবং বন্যপ্রাণীদের রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। একে একে বিধায়ক রঞ্জিত দেববর্মা, নির্মল বিশ্বাস ও টি টি এডিসির বিধায়ক অনন্ত দেববর্মা আলোচনা অংশগ্রহণ করেন। বিধায়ক নির্মল বিশ্বাস ওনার আলোচনাতে তিনি তুলে ধরেন প্রকৃতির ভারসাম্য এবং প্রকৃতিকে রক্ষণাবেক্ষণের করার দায়িত্ব প্রকৃতিতে বসবাসকারী সকলের এখানে কিছুই বাদ দিয়ে প্রকৃতিকে রক্ষা করা সম্ভব নয়।শেষে অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দববর্মা বলেন ত্রিপুরা রাজ্য বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে দেশের অন্যান্য প্রান্ত থেকে অনেকটা এগিয়ে রয়েছে । তার পরেও এই সন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না । বনদপ্তর এবং রাজ্য সরকার চেষ্টা করছে আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বন্যপ্রাণীদের কিভাবে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থার জন্য ।বন্যপ্রাণী বলতে বাড়ি ঘরের প্রাণীদেরকে বোঝায় না । বন্যপ্রাণী তারাই যারা বনে বাস করে তাদেরকে কিভাবে সংরক্ষণ বা সুরক্ষিত রাখা যায় সেই লক্ষেই এই বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে ।রাজ্যের ষাট শতাংশের ও বেশি এলাকা বন বিভাগের কাছে রয়েছে যেখানে দুটি জাতীয় উদ্যান , চারটি বন্যপ্রাণী অভয়ারণ এবং আরো নতুন দুটি বন্যপ্রাণী রিজার্ভ তৈরি করা হয়েছে ।রাজ্যের সিপাহী জলা এলাকাতে যে চিড়িয়াখানাটি রয়েছে তার নাম রাজ্য সহ দেশের মানুষ ও এই ব্যাপারে অবগত রয়েছে । বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এই দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চান যাতে করে আমরা কোনভাবেই বন্যপ্রাণীদের নিজেদের স্বার্থে হত্যা না করি এর জন্য অনুরোধ রাখেন । তাদেরকে মানুষের মতন ভালবাসতে হবে এবং তাদেরকে সংরক্ষণও দিতে হবে না হলে আমরা আগামী দিন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে । এই বিষয়ে একদিন তিনি বনদপ্তরের বিভিন্ন আধিকার এবং অভিজ্ঞতা সম্পন্ন বনদপ্তরের বিভিন্ন কর্মীদের সাথে কথা বলে জানতে চান হাতিকে মারলে কি হবে অথবা হাতি যদি না থাকে তাহলে কি হবে এই প্রশ্নটা বনদপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে থেকে জানতে চান ।উনার প্রশ্নের উত্তরে আধিকারিক এবং অভিজ্ঞতা প্রাপ্ত বনকর্মীরা উনাকে জানান যদি হাতি না থাকে তাহলে বায় ডাইভারশন সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে তাতে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। তাই বনমন্ত্রী সোমবার বিকেলে অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বারবার একটা কথাই বলেন কোনভাবে যাতে বন্যপ্রাণীদের হত্যা করা না হয় এবং তাদেরকে সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। এরপর অনুষ্ঠান শেষে বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন স্কুল কলেজে কুইজ প্রতিযোগিতা ভাষণ প্রতিযোগিতা হয় । সেই প্রতিযোগিতার ফলাফলের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন সেই সব ছাত্র ছাত্রীদের কে মঞ্চে ডেকে নিয়ে সংবর্ধনা দেন মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য