Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হলো রাজ্যের গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মহারাজা বীরচন্দ্র মানিকের জন্ম...

খোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হলো রাজ্যের গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মহারাজা বীরচন্দ্র মানিকের জন্ম জয়ন্তি অনুষ্ঠান ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে সেপ্টেম্বর….. ২৫শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিনটি ছিল ত্রিপুরার মানিক্য রাজবংশের অন্যতম মহারাজ বীরচন্দ্র মানিক্যের জন্মদিন। এছাড়া ত্রিপুরার গ্রন্থাগার আন্দোলনের পথিকৃৎ তথা ত্রিপুরার আধুনিক যুগের প্রবর্তক বীরচন্দ্র মানিক্য ১৮৩৯ সালে ২৫শে সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেছিলেন।তিনি আধুনিক ত্রিপুরা গঠনের পাশাপাশি ত্রিপুরায় গ্রন্থাগার স্থাপন ও গ্রন্থাগারের বিকাশে মহারাজ বীরচন্দ্র মানিক্যের অবদান অপরিসীম। যার কারণে বর্তমানে ত্রিপুরার প্রধান গ্রন্থাগার বীরচন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগার উনার নামেই নামান্কিত হয়। উনিই প্রথম রাজ অন্দরে প্রাসাদ গ্রন্থাগার স্থাপন করেন এবং তা ধীরে ধীরে তা উনার পরবর্তী প্রজন্মের হাত ধরে ত্রিপুরায় বিকশিত হতে থাকে যা অনেক ইতিহাস। শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী এই মহারাজার জন্মদিনটি রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বীরচন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগারসহ সারা রাজ্যের গ্রন্থাগারগুলিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই অঙ্গ হিসেবে খোয়াই জেলার অন্তর্গত দুইটি জন গ্রন্থাগার যথাক্রমে খোয়াই জেলা গ্রন্থাগার ও পহরমুড়া জন গ্রন্থাগারে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ঐদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজা বীরচন্দ্র মানিক্যের প্রতিকৃতিতে ফুল, মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উক্ত গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক জহরলাল দাস সহ উক্ত এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ কবি লেখক সাহিত্যিক ও সুধীজনেরা। উভয় গ্রন্থাগারের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মহারাজ বীরচন্দ্র মানিক্যের জীবন ও সাহিত্যকৃতি এবং ত্রিপুরার গ্রন্থাগার আন্দোলনে মহারাজার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক জহরলাল দাস। অনুষ্ঠানে ছিল কবিতা পাঠ ও গান। রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এই মহানুভব রাজার জন্মদিন পালনের কারণে ত্রিপুরার গ্রন্থাগারপ্রেমী তথা শিক্ষানুরাগী মানুষ মহারাজা বীরচন্দ্র মানিক্যের অনালোকিত, অনালোচিত বর্ণময় কর্মময় জীবন ও মহান অবদানের কথা জানতে পারা যায় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য