বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই সেপ্টেম্বর ….. স্বচ্ছতাই সেবা এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার দুপুরে খোয়াই তুলাসিখর ব্লকের উদ্যোগে বেহেলা বাড়ি দেব কুমার মুকুমু নগ এই কমিউনিটি হলে বেহেলা বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং আশারাম বাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এবং এস এস জি গ্রুপের কর্মীদের নিয়ে এই কমিউনিটি হলে এক মেগা সচ্ছতা অভিযান কর্মসূচি পালিত হয় ।এই স্বচ্ছতা ও সেবা এই বিষয় নিয়ে দুটি স্কুলের ছাত্র-ছাত্রীদের বোঝানো হয় স্বচ্ছতা কি জিনিস এব ছাত্র-ছাত্রীদের নিয়ে শপথ নেওয়া হয় যে নিজেদের এলাকাকে আর দেশকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।এর পর অনুষ্ঠান শেষে বেহেলা বাড়ি এই কমিনিটি হল থেকে বেরিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে এক রেলি করেন বেহালা বাড়ি হসপিটাল পর্যন্ত। তারপরে বেহেলা বাড়ি বাজার এরিয়া সাফাই করেন ছাত্র-ছাত্র সহ এস এস জি গ্রুপের কর্মীরা । এবং বেহেলাবাড়ি বাজারের পাশে এক আবর্জনা ফেলার ঘর নির্মাণ করাহয় দু লাখ টাকা ব্যয় করে সেখানেই ওই সাফাই করা আবর্জনা গুলি রাখা হয় ।এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলাসিখর ব্লকের বি এস সি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, খোয়াই ডিস্ট্রিক্ট জুনাল চেয়ারম্যান বিশু দেববর্মা তুলাশিকড় ব্লকের এডিশনাল ভিডিও বিশ্ব দেববর্মা সহ অন্যান্যরা । এর পরে তুলাসিখর ব্লকের বি এস সি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা সাংবাদিকদের ক্যামেরার সামনে জনগণকে বার্তা দিলেন যেন বেহালা বাড়ির বাজার এরিয়াতে যেখানে সেখানে আবর্জনা না ফেলানোর জন্য ।যে কোন আবর্জনা যেন তৈরি করা ঘরটিতে রাখা হয় ।তাতে করে এলাকার পরিবেশ যেমন সুন্দর থাকবে এমন একটি শুদ্ধ পাতা বরণ তৈরি হবে । এইভাবে কাজ করার জন্য তুলাসিখর ব্লকের বি এস সির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দেন ।