তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই মরণ নেশা ড্রাগসে আসক্ত ছিল জয় দে নামের ওই যুবক। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ড্রাগসের কেনাবেচা সংক্রান্ত কোনো এক ঝামেলার জেরে কে বা কাহারা ‘জয় দে’ নামের ওই যুবককে বেধড়ক মারধর করে তেলিয়ামুড়ার সাহা বেকারি সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ফেলে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসীরা রাস্তায় এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপ দপ্তরের ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবক’কে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে চলছে ওই যুবকের চিকিৎসা।
এলাকা সূত্রের খবর, ‘জয়’ দীর্ঘদিন ধরেই ড্রাগস সেবন সহ ড্রাগসের কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। আর এর যের ধরেই বৃহস্পতিবার রাতে ড্রাগসের নেশায় বুদ থাকা অবস্থায় জয়ে’র উপর এই আক্রমণ’টি সংঘটিত হয়।।।।