বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই সেপ্টেম্বর….. স্কুলে না যাবার কারণে বড় বোন ছোট ভাইকে বকাবকি করার কারণে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল ১৫ বছরের এক যুবক । ঘটনা খোয়াই থানা ধিন হাত কাটা এলাকায় । ঘটনায় বিবরণ দিয়ে মৃতের মামা জানান খোয়াই থানা দিন হাত কাটা এলাকার বাসিন্দা রতিরঞ্জন দেববর্মার ছেলে রাজদীপ দেববর্মা ১৫ সোমবার স্কুলে যায়নি। সে হাত কাটা এলাকার বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্র । এই দিন সে স্কুলে না গিয়ে বাড়িতে বসেছিল বাড়ি থেকে স্কুল বেশি দূরে নয় সেই ভেবে তার বড় বোন তাকে বকাবকি করে যে স্কুলে না গিয়ে কেন বাড়িতে বসে রয়েছে । এই বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে একটু ঝগড়া হলে শেষে অভিমানে রাজদ্বীপ দেববর্মা তাদের বাড়িতে গড়ে ওঠা নতুন বিল্ডিং এর মধ্যে বাড়ির লোকের চোখের অন্তরালে দুপুর বারোটা নাগাদ ফাঁসিতে আত্মহত্যা করে জানা যায় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরপর ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় এবং মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য । শেষে বিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেয় বলে জানা যায় ।