Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদঅরনি শারদ সংখ্যা 2024 উদ্বোধনের অপেক্ষায়

অরনি শারদ সংখ্যা 2024 উদ্বোধনের অপেক্ষায়

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে ইউনাইটেড সোশ্যাল ভলান্টিয়ার সামাজিক সংস্থা, লেখক সাহিত্যিক ও সমাজ সেবকদের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়ায় প্রথমবারের মত প্রকাশিত হতে চলেছে শারদ সংখ্যা ২০২৪ – ‘অরণি’। উল্লেখিত শারদ সংখ্যাটি মহালয়ার পূণ্যলগ্নে পাঠকদের উদ্দেশ্যে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
১১ই আগস্ট ২০২৪ রবিবার সন্ধ্যা রাতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পুস্তকটির প্রচ্ছদ তথা মলাট উন্মুচন করা হয়। উক্ত প্রচ্ছদ উন্মুচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গীতশ্রী সংগীত বিদ্যালয়ের হল ঘরে। প্রচ্ছদ উন্মোচন করেন রাজ্যের বিশিষ্ট কবি গোপাল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়াস্থিত বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সমাজ সেবীগন । এই মহতি উদ্যোগকে সফল করতে মিডিয়া বন্ধুদের উপস্থিতি এবং সহযোগীতা একান্ত ভাবে কামনা করেন উদ্যোক্তাগন। বিভিন্ন মিডিয়ায় প্রচার প্রসার করে তেলিয়ামুড়াবাসী তথা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার বিনম্র আর্জি জানিয়েছেন উনারা । এই সাময়িক পত্র সম্পর্কে উদ্যোক্তাগন জানান যে তেলিয়ামুড়ার নুতন পরাতন সমস্ত অংশের কবি, লেখক দের নিজেদের সৃষ্টিকে তুলে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা । সুস্থ সমাজ গঠনে এই সংস্থা নানাবিধ সামাজিক কাজ করে থাকে সারাবছর ধরে। এবার সমাজের কবি, লেখক, সাহিত্য জগতের সঙ্গে তেলিয়ামুড়ার যে সমস্ত মানুষ জড়িয়ে রয়েছেছেন উনাদের সঙ্গে নিয়ে সাহিত্য জগতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য তারা এই উদ্যোগ গ্রহন করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য