তেলিয়ামুড়া প্রতিনিধি :-
পুলিশের উপর অতর্কিত হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। এমনটাই ঘটনা ঘটে তেলিয়ামুড়ায়। গ্রেফতার ওই দুই ব্যক্তির নাম পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা।
উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার একটি বি.এস.এফের গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রদের এক বাইকের সংঘর্ষে সামান্য একটি যান দুর্ঘটনা ঘটে এবং পরবর্তীতে উভয়পক্ষ মিলিত ভাবে এটির মীমাংসাও করে নেয়। তৎসঙ্গে এই যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ যখন ঘটরাস্থলে পৌঁছে এই দুর্ঘটনার খোঁজখবর নিচ্ছিল সেই সময় দুর্ঘটনা স্থলের পাশ দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের দুই মদ্যপ ব্যক্তি। সে সময় ওই দুই ব্যক্তি স্কুটি দাঁড় করিয়ে, ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে। বারবার পুলিশ ওই দুই ব্যক্তিকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও ওই দুই ব্যক্তি রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার উপর অতর্কিতে হামলে পড়ে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা কনস্টেবল রফিক মিয়া ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে কনস্টেবল রফিক মিয়ার মুখেও সজোরে আঘাত করে ওই দুই ব্যক্তি। এই ঘটনার পর তেলিয়ামুড়া থানার পুলিশ পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার রাতে এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানায়,,,, পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ায় একটি শোমটো অভিযোগ করেন সাব ইন্সপেক্টর মনোজিৎ দেববর্মা এবং এই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করে তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করবে তেলিয়ামুড়া থানার পুলিশ।
অন্যদিকে, এই ঘটনার খবর চাউর হতেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।।