Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যুতের খুটি পরিবর্তন করার সময় তা উপড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে আহত চার...

বিদ্যুতের খুটি পরিবর্তন করার সময় তা উপড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে আহত চার জিবিতে রেফার ২ ঘটনা খোয়াই চেবরি শচীন্দ্র নগর এলাকায়

খোয়াই প্রতিনিধি ১২ ই জুলাই…,শুক্রবার সন্ধ্যায় খোয়াই চেবরি এলাকায় বিদ্যুৎ দপ্তরের কাজের বরাত পাওয়ার সাইড ম্যানেজারের অদক্ষতা ও চরম গাফিলতির কারণে বিদ্যুতের খুটি বসাতে গিয়ে তা উপরে পড়ে পাঁচ জন গুরুতর আহত হয়েছে, তারমধ্যে দুইজনের অবস্থা খুবই আশঙ্কা জনক ঘটনাটি ঘটে খোয়াই উত্তর চেবরী শচীন্দ্র নগর কলোনিতে। ঘটনা বিবরণে জানা যায় উত্তর চেবরী শচীন্দ্র নগর কলোনির সোনা মোহন রুদ্র পালের বাড়িতে বিদ্যুৎ দপ্তর থেকে বরাত পাওয়া কোম্পানির সাইড ম্যানেজার দীপঙ্কর দেবের অদক্ষতা ও চরম গাফলিতির কারণে বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় বৈদ্যুতিক খুঁটি বাড়ির লোকজনের উপরে পড়ে যায় তাতে আহত হন পাঁচজন।এরা হলেন নিতাই রুদ্র পাল উনার স্ত্রী জন্টি রুদ্র পাল এবং তাদের দুটো ছেলে দীপ্ততনু ও নীল এবং এই এলাকার আরেকটি শিশু সায়ন্তিকা রুদ্র পাল পাঁচজন গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে দুজনেস অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই ঘটনার পর সাইড ম্যানেজারের দ্বারা নিয়োজিত অদক্ষ কর্মীরা ঘটনস্থল থেকে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। সূত্রের খবর গুরুতর ভাবে আহত জন্টি রুদ্র পাল মারা গেছে বলে জানা যায়। এলাকাবাসীর অভিযোগ সাইট ম্যানেজার সম্পূর্ণ অধ্যক্ষতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তারমধ্যে সায়ন্তিকা রুদ্র পাল এর অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য