Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যভূয়ো খবরের তীব্র প্রতিক্রিয়া জানালো আগরতলা প্রেসক্লাব

ভূয়ো খবরের তীব্র প্রতিক্রিয়া জানালো আগরতলা প্রেসক্লাব

আর্থিক লেনদেনের সাথে জড়িত এমন অভিযোগের সত্যতা পেলে পদত্যাগ করবে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্যরা। এর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আগরতলা প্রেসক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই চ্যালেঞ্জ জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।রাজ্যের সাংবাদিকদের প্রতিষ্ঠান আগরতলা প্রেস ক্লাবের নামে সামাজিক মাধ্যমে একটি সংস্থা একটি গ্রুপ তৈরি করেছে ।এই সংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে কানাকানি ফিসফিস এবং গুঞ্জন সৃষ্টি হয়েছে ।সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগরতলা প্রেসক্লাবের নামে সামাজিক মাধ্যমিক গ্রুপ তৈরির ঘটনায় আগরতলা প্রেসক্লাবের কোন সাংবাদিক জড়িত নন ।এই ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টি জড়িত রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয় সে সম্পর্কেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি ।আগরতলা প্রেসক্লাবের সভাপতি জানান, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রেসক্লাব কর্তৃপক্ষ আর্থিক লেনদেনের সাথে জড়িত-এমন ঘটনার প্রমাণ পেলে প্রেসক্লাবের পরিচালন কমিটির সদস্যরা পদত্যাগ করবেন ।এই ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা সময় বেধে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। তিনি জানান ,আগরতলা প্রেসক্লাব সর্বদা সাংবাদিকদের স্বার্থে কাজ করে থাকে।সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেসক্লাব সভাপতি আরো জানান, সম্প্রতি যে সমস্ত সংবাদ মাধ্যমে প্রেসক্লাবকে জড়িয়ে কুৎসা প্রচার করা হয়েছে, সে সমস্ত সংবাদ মাধ্যমগুলিতে অবিলম্বে প্রতিবাদ পত্র পাঠানো হবে। প্রেস ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য