Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো শাসক দলের...

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো শাসক দলের সাংগঠনিক বৈঠক

খোয়াই প্রতিনিধি ৭ই জুন……একদিকে লক্ষ্য করা যায় যেমন ভারত বর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ আর এই দেশে বিভিন্ন ধর্মের লোকেরা সারা বছর বিভিন্ন ধরনের উৎসব নিয়ে মেতে থাকে তেমনি ভারতবর্ষের আরেকটা দিক হচ্ছে নির্বাচনীয় উৎসব।প্রতিবছর দেশের কোন না কোন রাজ্যে নির্বাচন লেগেই রয়েছে।ইতিমধ্যে শেষ হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট পর্ব থেকে ভোট গণনা এবং শেষে বিজয়ীরা লোকসভায় বসবে শপথ নেওয়ার পর।অন্যদিকে লোকসভা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই শুরু হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি।এই নির্বাচন পদ্ধতিটি তৈরি করে নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।আর তাতে করে ইতিমধ্যে রাজ্য এবং জেলা পর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষ হয়েছে। গত ৬ই জুন খড়সা ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই ভোটার তালিকার আপত্তি ও সংশোধনের সাত দিনের সময়সীমা ও নির্দিষ্ট করেদিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৩ই জুন পর্যন্ত দাবি আপত্তি ও সংশোধন বিষয়ে বক্তব্য জানানোর সুযোগ রয়েছে প্রতিটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ে সর্বদলীয় বৈঠকে এই বিষয়ে নিয়ে আলোচনা করেছে কমিশন। এবং আগামী ২৪শে জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন তারপর নির্বাচন ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই ত্রিস্তরীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শাসক দল সাংগঠনিক বৈঠক শুরু করেছে। শুক্রবার দুপুরে খোয়াই জেলা কার্যালয়ে বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ, প্রধান উপপ্রধান সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে।এই বৈঠকের সভাপতিত্ব করেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, উপস্থিত ছিলেন খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আগামী দিন কি ধরনের রুপাখা তৈরি হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য