এবার রোগীর পরিজনের উপর আছড়ে পড়লো বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মীদের মারে আহত হলেন রোগীর এক পরিজন ।কেড়ে নেওয়া হয় তার মোবাইল ।ঘটনা রবিবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি তথা এজিএমসি তে ।ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রুগির পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অল্পেতেই ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছেন হাসপাতালের বেসরকারি নিরাপত্তাকর্মীরা। পান থেকে চুন খসলে পরেই তারা আছড়ে পড়ছেন হাসপাতালে চিকিৎসাধীন রুগীর পরিজনদের উপর। রবিবার এমনই একটি ঘটনা ঘটলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি তথা এজিএমসিতে ।জানা গেছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক রোগীকে আইজিএম হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।রোগীটি ঘনঘন খিচুনি মেরে জ্ঞান হারিয়ে ফেলছিল। জিবি হাসপাতালে নিয়ে আসা এই রোগীকে ধরে রাখছিলেন তার দুই বোন ।এমন সময় সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রবেশ করেন জিবি হাসপাতালের বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা। তারা রোগীর পরিজনদের ওয়ার্ড ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। রোগীর পরিজনরা বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা জিবি হাসপাতালের মহিলা বেসরকারি নিরাপত্তা কর্মীরা রোগীর পাশে থাকা দুই বোনকে একপ্রকার টেনে হিঁচড়ে ওয়ার্ড থেকে বের করে দেন ।অভিযোগ ,একজনের মোবাইল ছিনিয়ে নেন বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা ।এই ঘটনার প্রতিবাদ জানান দুই বোন ।তখন তাদের মধ্যে একজনকে ধরে টেনে হিছড়ে নিচে নিয়ে আসেন বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা ।তারপর শুরু হয় এই মহিলার উপর তাদের সংঘবদ্ধ প্রহার ।এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান থ্যালাসেমিয়া রোগীর এক পরিজন ।এদিন আক্রান্ত মহিলার এক নিকটাত্মীয় এই কথা জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডে ছুটে যায় পুলিশ ।আক্রান্ত পরিবারের পক্ষ থেকে বেসরকারি নিরাপত্তা মহিলা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।ঘটনার তদন্ত শুরু করেছে জিবি ফাঁড়ি থানার পুলিশ ।এই ধরনের অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও এদিন তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।