খোয়াই প্রতিনিধি ৩১ শে মে…..খোয়াই লাল ছড়া নজরুল পল্লী সংলগ্ন এলাকাতে দীর্ঘদিন ধরে এক ভবঘুরে স্থানীয় কেশব ভৌমিক এর পরিত্যক্ত দোকান ঘরের বারান্দায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছিলো। বিপত্তি দেখা দেয় ঐ ভবঘুরে বসবাস রত সংশ্লিষ্ট স্থানে প্রাকৃতিক কাজ ও খাওয়া দাওয়া এক জায়গাতেই করতে থাকে তাতে দুর্গন্ধের ফলে সাধারণ মানুষ এই রাস্তা ধরে আসা যাওয়া করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় লাল ছড়া এলাকার সমাজসেবী ও খোয়াই এর সমাজসেবীদের নজরে দেন স্থানীয় এলাকার জনগণ। পরবর্তীতে বিশ্ব হিন্দু পরিষদের খোয়াইয়ের কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক এবং শ্রীকান্ত রায় চৌধুরীর নজরে এই বিষয়টি যাওয়ার পর খোয়াই এর প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোকপাত করার পর প্রশাসনিক কর্মকর্তারা এই বিষয়টি হস্তক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এর পরিপেক্ষিতে শুক্রবার খোয়াই থানার পুলিশ প্রশাসনিক ভাবে সব ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে ঐ ভবঘুরেকে আগরতলা স্থিত নসিংগড় মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন। আজ প্রথমে খোয়াই থানার পুলিশ ওই ভবঘুরেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিধান করিয়ে চিকিৎসার জন্য আগরতলা মানসিক হাসপাতালে পাঠানো হয় বলে খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানান। এইরকম সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য খোয়াই থানার পুলিশ ও খোয়াইয়ের সমাজসেবীদের কে সাধুবাদ জ্ঞাপন করেন খোয়াই এর আপামর জনগণ।
বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।