Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যসিদ্ধি আশ্রম এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধি আশ্রম এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করার লক্ষ্যে বুলডোজার চালানো সদর মহকুমা প্রশাসন ।রাজধানীর সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত সড়কে চলে এই বুলডোজার। সদর মহকুমা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। রাজধানীর সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর ।রাস্তা নির্মাণের জন্য সড়কের দুই দিকে জমি চিহ্নিত করা হয়।চিহ্নিত জমির বিনিময়ে ক্ষতিগ্রস্তদের অর্থও প্রদান করা হয় ।এরপরও স্থানীয়রা রাস্তার জন্য জমি ছেড়ে দিতে কিছু সময় চান ।প্রশাসন সেই সময়ও তাদের দেয়।কিন্তু এর পরও রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্টরা জমি ছেড়ে দিচ্ছিল না ।তাদের একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয় ।কিন্তু সংশ্লিষ্টরা জমির না ছাড়ায় শুক্রবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় উচ্ছেদ অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন ।এই অভিযানে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ মহকুমা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিন এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এই সংবাদ জানান। এদিকে এই উচ্ছেদ অভিযান কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কিছুটা ক্ষোভ পরিলক্ষিত হয় ।পরিস্থিতি আয়ত্তে রাখতে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য