Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদশ্রী শ্রী বাবা মনি ও মামনির মহান সমাধি দিবস কে কেন্দ্র করে...

শ্রী শ্রী বাবা মনি ও মামনির মহান সমাধি দিবস কে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন খোয়াই সিঙ্গিছড়া আচাযক আশ্রমে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই মে……শ্রী বাবা মনি ও শ্রী শ্রী মা মনির সমাধি দিবসকে সামনে রেখে খোয়াই সিঙ্গিছড়াস্থিত আশ্চর্য্য আশ্রমের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে অখণ্ড সংগঠনের কর্মীবৃন্দ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা খোয়াই মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্যরা। এই দিন রক্তদান শিবিরে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানা যায় ।তার মধ্যে নির্ভীক পাল নামে এক যুবক এই শিবিরে প্রথম রক্ত দান করেন।এছাড়া খোয়াই সুভাষ পার্ক আচাযক আশ্রম এর উদ্যোগে গত ২৭ শে এপ্রিল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আশ্রমের পক্ষ থেকে জানানো হয় বিগত কয়েক মাস ধরে খোয়াই জেলা হাসপাতালে ব্যাপক রক্ত সংকট দেখা দিয়েছে অন্যদিকে কোন ধরনের রক্তদান শিবির হচ্ছে না বলে জানা যায় এই এই রকম গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য অখণ্ড সংঘের উদ্যোগে অখণ্ড সংগঠনের ভক্তরা চিন্তা করেন শ্রী শ্রী বাবা মনি ও মামনি মহান সমাধি দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হবে এবং সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিন রক্তদান শিবিরে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসক ও ব্লাড ব্যাংকের কর্মীরা উপস্থিত ছিলেন। একটা সময় রক্তদানের বিষয়টি উৎসবে পরিণত হলেও বর্তমান সময়ে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট প্রকট হতে লক্ষ্য করা যাচ্ছে। জানা যায় জেলা স্বাস্থ্য আধিকারিক রক্তের সংকট দূরীকরণের জন্য বিভিন্ন সামাজিক সংস্থা ধর্মীয় সংস্থা এবং রাজনৈতিক দলগুলিকে আহ্বান রাখেন যেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন রক্তের বিকল্প এখনো কিছু তৈরি হয়নি। তাই রক্তদান মহৎ দান । তাই আজকের অখণ্ড সংঘের উদ্যোগে রক্তদান শিবির খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার কিছুটা হলেও যোগান প্রদান করবে। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ আশাবাদী রক্তের চাহিদা পূরণ করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংস্থা গুলি এগিয়ে আসবে আগামী দিনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য