Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদলোকসভা নির্বাচনকে উৎসবে রূপান্তরিত করতে এবং ভোটারদের ভোটদানের জন্য উৎসাহিত করতে জেলা...

লোকসভা নির্বাচনকে উৎসবে রূপান্তরিত করতে এবং ভোটারদের ভোটদানের জন্য উৎসাহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই নৃপেন চৌহমুনীতে রঙ্গলি দিয়ে সাজানো হয়।

খোয়াই প্রতিনিধি ২২ শে এপ্রিল…অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে নির্বাচনে প্রাক মুহূর্তে। বিশেষ করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই সমস্ত উদ্যোগ।এরই অঙ্গ হিসেবে খোয়াইতে সিস্টেমেটিক ভোটার এডুকেশন ইলেকট্রল পার্টিসিপেশন এর অন্তর্গত বিভিন্ন ধরনের কর্মসুচি চলছে সমস্ত জেলা জুড়ে জানান জেলাশাসক চান্দনি চন্দ্রন।তাতে করে আগামী দুই দিন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এই ধরনের কর্মসূচি পালন করার চেষ্টা চলছে বলে জানান জেলাশাসক।এই কর্মসূচির অন্তর্গত সোমবার দুপুর বারোটা নাগাদ খোয়াই শহরের প্রাণকেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকাটিকে রঙ্গোলির মাধ্যমে সাজানোর জন্য এবং বিশেষ করে ভোটারদের উৎসাহিত করতে সমস্ত রাস্তা জুড়ে রঙ্গলি তৈরি করা হয়।এই রঙ্গোলি গুলি তৈরি করতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলাশাসক চন্দ্রানি চন্দ্রন,এবং মহাকুমা শাসক মেঘা জৈন ছাত্র-ছাত্রীদের সাথে রঙ্গলি তৈরি করতে দেখা যায়।গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে ভোট দানে যাতে সমস্ত নাগরিকরা নিজেদের মূল্যবান ভোট প্রদান করেন এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে শামিল হয়ে ভোট দানের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে সেই লক্ষ্য রেখেই এই রঙ্গলির আয়োজন করা হয় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে।শেষে ভোটার্স প্লেইডস্ বোর্ডে উপস্থিত সাংবাদিক থেকে শুরু করে সমস্ত জেলাশাসক মহকুমা শাসক এবং বিভিন্ন নতুন ভোটাররা স্বাক্ষর করেন। মূলত নির্বাচনকে উৎসবে পরিণত করার প্রচেষ্টা জেলাশাসকের পক্ষ থেকে করা হচ্ছে। শুধুমাত্র রঙ্গলি তৈরি করা না নির্বাচন ঘোষণার পর থেকে খোয়াই জেলাশাসকের উদ্যোগে নির্বাচক মন্ডলীকে উৎসাহিত করার স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন তার মধ্যে রঙ্গোলি, প্রীতি ভলিবল ম্যাচ এবং প্রতিদিন খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকাগুলিতে জেলা প্রশাসনের উদ্যোগে ফ্লাগ মার্চ করা হচ্ছে যাতে করে অধিকাংশ নির্বাচকমণ্ডলী গণতন্ত্রের বড় উৎসব নির্বাচনে নিজেদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য