Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যগোটা বিশ্বের সাথে রাজ্য উদযাপিত হলো জৈন ধর্মের অন্যতম উৎসব মহাবীর জয়ন্তী

গোটা বিশ্বের সাথে রাজ্য উদযাপিত হলো জৈন ধর্মের অন্যতম উৎসব মহাবীর জয়ন্তী

জৈন ধর্মের অন্যতম উৎসব মহাবীর জয়ন্তী।সারা বিশের সঙ্গে রাজ্যেও উৎসবটি উদযাপন করা হয় রবিবার। এবছর মহাবীরের ২৬২৩ জন্মজয়ন্তী। এদিন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আগরতলায়ও অনুষ্ঠিত হয় মহাবীর জন্মজয়ন্তী। ভগবান মহাবীরের জন্মতিথি মহাবীর জয়ন্তী নামে পরিচিত। আগরতলা প্যালেস কম্পাউন্ডস্থিত মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের উদ্যোগে জন্মজয়ন্তী পালিত হয়েছে।এটি জৈন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি উৎসব । এদিনটি জৈন ধর্মাবলম্বীর ধর্মপ্রাণ মানুষ আধ্যাত্মিক উদ্দীপনা এবং উতসাহে পালন করে থাকে। আগরতলায় জৈন ধর্মের মানুষেরা দিনটিকে মহাবীরের বিভিন্ন নীতি কথার মাধ্যমে স্মরণ করেন।আগরতলা মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের এক কর্মকর্তা বলেন, অহিংসার বার্তায় শান্তি- সম্প্রীতির আহ্বানে এদিনটি সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও পালিত হয়।সকালে সেখানে জড়ো হন রাজধানী সহ আশপাশ এলাকায় থাকা জৈন ধর্মের লোকজন। জৈন মন্দিরে দিনভর থাকে বিভিন্ন অনুষ্ঠান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য