তেলিয়ামুড়া প্রতিনিধিঃ– দীর্ঘ প্রায় ৮ থেকে ১০ মাস ধরে ভয় ভীতি প্রদর্শন করে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার জনৈক ১৫ বছর বয়সী এক নাবালিকা’কে এলাকার চার বখাটে যুবক প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে ফল খারাপ হবে , এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষিতা নাবালিকা কন্যা প্রথম অবস্থায় কাউকে বিষয়টি না জানালেও পরবর্তীতে বিষয়টি নজরে আসে পরিবারের। এরই মধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে বলে জানা গেছে। পরিবারের লোকজনেরা বিষয়টা জানতে পেরে মেয়েকে চাপ দিলেই সে একে একে স্ব-বিস্তারে ঘটনা তুলে ধরে। এরপর ধর্ষিতা মেয়েটির পরিবারের তরফ থেকে মুঙ্গিয়াকামী থানায় সুনির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হাতে পেয়েই পুলিশ যথেষ্ট তৎপরতার সাথেই চার অভিযুক্তকে ইতিমধ্যে জালে তুলেছে। আটক চার অভিযুক্তরা হল জ্যোতিষ ত্রিপুরা(১৮), তালেন্দ্র ত্রিপুরা(২০), তরুণ কুমার ত্রিপুরা (১৯), এছাড়া রয়েছে এক নাবালক। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শেষ সংবাদ পর্যন্ত, অভিযুক্তদের মুঙ্গিয়াকামী থানা থেকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে। তাছাড়া ধর্ষিতা মেয়েটিকে জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে দাবি উঠছে এই ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে মুঙ্গিয়াকামী থানা। কোন এক অজানা কারণে মুখ খুলতে নারাজ তারা।