চাইল্ড লাইনের তৎপরতায় তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সাত দিন বয়সের এক শিশু পুত্রকে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এলাকা জোরে। ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়ার রাজনগর গ্রামের কোন এক স্বামী পরিত্যক্তা মহিলা সাত দিন বয়সী একটা বাচ্চাকে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টা জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়। একটা সময়ে খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে। এরপর চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে সংশ্লিষ্ট মহিলার বাড়িতে গিয়ে শিশুপুত্রটির হদিশ পায়। এরপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশু পুত্রের ব্যাপারে কোন প্রকারের কাগজপত্র দেখাতে পারেনি সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশু টিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায়।
এই বিষয়ে চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে মহিলা সংশ্লিষ্ট শিশু পুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোন একটা জায়গা থেকে এনেছে, তবে এর পেছনে অন্য কোন বিষয় জড়িত রয়েছে কিনা পরবর্তী সময়ে তদন্তে পেরিয়ে আসবে বলেও দাবি করা হয়েছে চাইল্ড লাইন কর্তৃপক্ষের তরফ থেকে।