Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদলোকসভা নির্বাচনে ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোটদান পর্ব যাতে সুষ্ঠুভাবে...

লোকসভা নির্বাচনে ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোটদান পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রেখে নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের নেতৃত্বে জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক।

খোয়াই প্রতিনিধি ১ই এপ্রিল…. শনিবার সকাল ১১ ঘটিকায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত খোয়াই জেলাতে জেলা শাসকের নতুন কনফারেন্স হলে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী পুনিত আগারওয়াল এর পুরোহিতে আসন্ন লোকসভা নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত অফিসার, পুলিশের জেলা ও মহকুমা আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কে নিয়ে প্রায় আড়াই ঘন্টা একটি রুদ্ধ দ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দ্রন,মহকুমা শাসক মেঘা জৈন, জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব,রাজ্য পুলিশের আই জি ,জি এস রাও,সি আর পি এফ এর ডি আই জি কর্মা ভুটিয়া সহ অন্যান্য জেলা পুলিশ এবং মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনা করতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল বলেন আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোটদান অনুষ্ঠিত হবে। এই ভোট দানের প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে কার্যকর করার লক্ষ্যে প্রশাসনের সাথে যাতে সাধারণ ভোটার ও এগিয়ে আসেন। প্রত্যেকে যাতে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের এই উৎসবের শামিল হন এবং একটি সুস্থ সরকার গঠন করে এবং আগামী দিনে দেশ পরিচালনার কাজে সাহায্য করার জন্য সমস্ত ভোটারদের এগিয়ে এসে নিজ নিজ ভোট দেবার জন্য আহ্বান রাখেন। ভোটারদের একটি ভোট এর গুরুত্ব অপরিসীম তাই তাদের গুরুত্বপূর্ণ মতামতটি ভোট দানের মাধ্যমে সম্পন্ন করতে সমস্ত জেলাবাসীর কাছে আহ্বান রাখেন। এতে করে যদি কোন ধরনের অসুবিধার সম্মুখীন হন তাহলে সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর জন্য আহ্বান রাখেন এবং সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। তাই নির্ভয়ে সবাই যেন ভোট দানে উপস্থিত হয় তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন এই আহ্বান করে। যদিও নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার পর থেকেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত খোয়াই জেলাতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে করে নির্বাচনের দিন এবং নির্বাচন প্রক্রিয়া সুস্থ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে দীর্ঘ প্রায় এক মাস ধরে খোয়াই জেলার বিভিন্ন এলাকা গুলিতে পুলিশ প্রশাসনের উদ্যোগে ফ্লাগ মার্চ করা হয়েছে গত কিছুদিন আগে জেলাশাসক চাঁন্দিনি চন্দ্রনের উদ্যোগে প্রীতি ভলিবল ম্যাচ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত উদ্দেশ্য ছিল আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ করা হবে এই গণতন্ত্রের প্রধান উৎসব ভোট গ্রহন পর্বকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করাই মূল উদ্দেশ্য। আগামী ২৬শে এপ্রিল ভোট গ্রহণ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পূর্ণ হলে শনিবারের বৈঠক এবং জেলা স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে নির্বাচনকে সম্পূর্ণ করার যে উদ্যোগগুলি গ্রহণ করেছেন সেগুলি সার্থক রুপ গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য