Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনববর্ষের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো বিজেপি

নববর্ষের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো বিজেপি

একেই বলে সেয়ানে শেয়ানে লড়াই গত পাঁচ এপ্রিল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস দল শ্রমিক কৃষক যুবক মেহনতি মানুষ এবং নারী এই পাঁচটি প্রজাতিকে সামনে রেখে ২৫ টি গ্যারান্টি ন্যায় পত্র ইশতেহার হিসেবে প্রকাশ করেছিল কংগ্রেস আর এক নয় দিন বাদে বাংলা শুভ নববর্ষের দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করল শাসক দল বিজেপি বিজেপির সংকল্প পত্রের নামকরণ দেওয়া হয়েছে মোদি কি গ্যারান্টি, এতে জোর দেওয়া হয়েছে জ্ঞানে। জি ওয়াই এন বা জ্ঞান মানে, G ফর গরিব – Y ফর জুবা – A ফর অন্নদাতা এবং N ফর নারী। রবিবার ইশতেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইশতেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন নারী শক্তি যুব শক্তি কৃষক শক্তি এবং গরিবদের উন্নয়নই বিজেপির মূল লক্ষ্য তিনি আরো বলেন যাদের কেউ গুরুত্ব দেয় না তাদেরই বিজেপি পুজো করে দলীয় ইশতেহার কে বিকশিত ভারতের সংকল্পপত্র বলেও আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির ইস্তেহারে অন্যতম উল্লেখযোগ্য বিষয়গুলি হলো আগামী পাঁচ বছর মন রেজ্ঞা প্রকল্পের সুবিধা পাবেন দেশের ১০ কোটি কৃষক আগামী পাঁচ বছর আরও তিন কোটি আবাস যোজনার বাড়ি তৈরি হবে আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা করে বিমা চলবে আরো তিন কোটি লাখপতি দিদি তৈরি করা হবে মুদ্রা যোজনায় ঋণ প্রদানের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে বিশ লক্ষ টাকা করা হবে সংকল্প পথে দুর্নীতিবাজদের জেলে পাঠানোর গ্যারান্টিও দিয়েছেন প্রধানমন্ত্রী নয় এটা মোদি। এদিকে তথ্য বিজ্ঞানের মতে বিজেপির ইস্তেহার সঙ্গে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের ইশতিহারের খুব বেশি একটা পার্থক্য নেই কংগ্রেসের ইশতেহারে যে ৫ ন্যায়ের কথা বলা হয়েছে সেই ৫ ন্যয় থেকে সামাজিক ন্যায় বাদ দিয়ে বাকি চারটিতেই বিজেপির ইশতেহারে ফোকাস করা হয়েছে। তথ্য বিজ্ঞানমহল মনে করছেন এবারের নির্বাচন ন্যায় বনাম জ্ঞানের লড়াই হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য