লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের পক্ষ থেকে রবিবার বিকেলে ২৫ খোয়াই বিধানসভার অন্তর্গত সমতল পদ্মবিল এলাকার ৩২নং বুথ অফিসের উদ্বোধন হলো। মূলত আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উপজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিজেপি দলের প্রার্থী হিসেবে কৃতি সিং দেব বর্মনকে মনোনীত করেছেন উনার সমর্থনে লোকসভা নির্বাচনকে এই বুথ এলাকাথেকে পরিচালনা করার জন্য ২৫ খোয়াই বিধানসভার অন্তর্গত ৩২ নম্বর বুথ অফিসে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল এর সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস। অনুকুল দাস, মন্ডল সদস্য সুরজিৎ বড়ুয়া এলাকার প্রধান সবিতা দেব প্রিয়তোষ বড়ুয়া সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উদ্বোধক তাপস কান্তি দাস আলোচনাতে তিনি বলবার চেষ্টা করেন দেশকে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে অব্যাহত রাখার জন্য আগামী লোকসভা নির্বাচনে পুনরায় নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা করার প্রয়োজন। সুতরাং আমরা ত্রিপুরাবাসী হিসেবে লোকসভা নির্বাচনের ত্রিপুরা রাজ্যের দুটি আসন কে উপহার হিসেবে তুলে দিতে হবে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন এই বুথ এলাকার জনগণ আগামী ২৬শে এপ্রিল বিজিপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই বার্তা তিনি উদ্বোধন অনুষ্ঠানে এই বুথ এলাকার জনগণের কাছে আহবান রাখেন। আলোচনা শেষে ৩২ নম্বর বুথ অফিসের অস্থায়ী কার্যালয় টি উদ্বোধন করেন। এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।