Sunday, October 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করলো দুষ্কৃতিকারী

রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করলো দুষ্কৃতিকারী

তেলিয়ামুড়া প্রতিনিধি
জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবার প্রতিপালনে একমাত্র পথ যাদের, তাদের জমিতে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে উৎপাদিত ফসল যদি নষ্ট করে দেয় তবে এর মতো করুন চিত্র আর কিছুই হয়না। এমনই এক ঘটনা ঘটলো তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। রাতের অন্ধকারে কে বা কাহারা জমিতে ফলানো ফসল কেটে নষ্ট করে দেয়। সংবাদে জানা যায়, উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ পরিবারের আয়ের একমাত্র উৎস জমিতে ফলানো শস্য বিক্রি করা। প্রত্যেকটি পরিবারের মতো এলাকার এক কৃষক উপার্জনের জন্য এক কানি জমির উপর ফলন করেছে পটল। শুক্রবার রাতের কে বা কাহারা জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেয়। শনিবার সকালে জমিতে গিয়ে সে কৃষক দেখতে পায় জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেয়।
এদিকে কৃষকের জমিতে ফোলানো পটল গাছ কেটে নষ্ট করে দেওয়াতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষককে। অনুমান করা যাচ্ছে প্রতিহিংসামূলক কারণে এই ঘটনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য