Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপূর্ব ত্রিপুরা সংরক্ষতি আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে খোয়াই...

পূর্ব ত্রিপুরা সংরক্ষতি আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে খোয়াই শহরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় ব্যাপক সারা

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা এপ্রিল…..আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেব বর্মনের সমর্থনে খোয়াইতে পদযাত্রা করতে এসে ব্যাপক খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এমনটাই জানালেন পদযাত্রা এসেছে শেষে জেলা কার্যালয়ে এক প্রেস মিটে মিলিত হয়ে।আসন্ন লোকসভা নির্বাচনে আগামী ১৯ এপ্রিল এবং ২৬শে এপ্রিল রাজ্যের দুটি আসনের জন্য নির্বাচন হতে চলেছে।এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে খোয়াই শহরে পায়ে হেঁটে প্রচার করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।মঙ্গলবার সকালে মন্ডল কার্যালয় থেকে রেলিটি শুরু হয়ে সুভাষ পার্ক,বন কর,লাল ছড়া হয়ে মন্ডল কার্যালয় এসে রেলিটি শেষ হয়।এই রেলিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা,পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন,খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,জেলার সাধারণ সম্পাদক সমীর দাস সহ দলের কার্যকর্তরা।পদযাত্রা শেষে খোয়াই লালছরা স্থিত জেলা সদর কার্যালয়ে এক প্রেস মিট করেন।উক্ত প্রেস মিটে তিনি বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে টার্গেট দিয়েছেন ৩৭০ আসনের ।যদিও বিজেপি দলের সাথে অন্যান্য শরীর দল মিলিয়ে ৪০০ এর উপরে আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসছেন বলে জানান।আর মোদিজীর এই সংকল্পকে পাথেয় করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহকুমা এবং জেলাতে এই ধরনের রোড শো এবং পদযাত্রা করছেন এবং ভালো প্রচারও পাচ্ছেন।কিন্তু মঙ্গলবার সকালে খোয়াইতে পদযাত্রা করতে এসে তিনি ব্যাপক খুশি কারণ এই দিন তিনি প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেছেন নির্বাচনী প্রচারের জন্য তাতে করে সমস্ত খোয়াই মহাকুমা বাসি উনাকে সাদর আপ্যায়ন করেছেন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন জায়গা থেকে উনাকে হাত নাড়িয়ে সমর্থন করেছেন যা দেখে তিনি খুবই খুশি এবং ভালো একটি নির্বাচনী প্রচার হয়েছে।এবং এও বলেন খোয়াইতে এসে এমন প্রচার পাবেন তিনি ভাবতেই পারেননি।এর জন্যই তিনি জনগণের কাছে আবেদন রাখেন আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব বর্মনকে বিপুল ভোটে মার্জিন ভোটে জয়যুক্ত করার জন্য।কারণ বিজেপি দলের সাথে আইপিএফটি এবং তিপরা মথা দল মিলে ত্রি দলীয় এক শরিক দল তৈরি করা হয়েছে যাতে করে নির্বাচনে উভয় মিলে কাজ করবে এবং ত্রিপুরা থেকে দুটি আসনের প্রার্থী অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মন এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব দেবকে জয়ী করে লোকসভায় পাঠানো হবে যাতে করে ত্রিপুরার উন্নতি আরো ভালোভাবে এগিয়ে যায়।এছাড়া শরিক দলরাও চিন্তাভাবনা করেছে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গরতে গেলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে একা কেউ করতে পারবেনা তাই আইপিএফটি এবং তিপরা মথা দল বিজেপির সাথে যুক্ত হয়ে কাজ করছে আগামী দিন জয় নিশ্চয়।এই বিষয়ে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং ও আগামী দিন জয়ের জন্য নিশ্চিত বলে জানান। এই দিন প্রেস মিটে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন,ও মন্ত্রী অনিমেষ দেববর্মা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য