Friday, June 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব খোয়াই সুভাষ...

খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব খোয়াই সুভাষ পার্ক কালী মন্দিরে।

খোয়াই প্রতিনিধি ২৪ শে মার্চ…..কথায় আছে ছয়টি ঋতুর রাজা হল বসন্ত।আর ঋতু রাজ বসন্তের আগমনকে ঘটা করে গ্রামবাংলায় তৎকালীন সময় থেকে আজও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই রীতিকে পথেও করে খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার দুপুর বসন্ত উৎসব এর আয়োজন করেন খোয়াই সুভাষ পার্ক স্থিত কালী মন্দিরে। এই ঋতুর রাজা বসন্তকে উপভোগ করতে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসবের।তাইতো ছয়টি ঋতুর মধ্যে বসন্ত কাল কে শ্রেষ্ঠ ঋতু হিসেবে মান্যতা দেওয়া হয়েছে, তাই রবি ঠাকুর সহ অনেক কবি বসন্ত কালকে নিয়ে অনেক কবিতা রচনা করেছেন।তাইতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরের শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব চালু করেছিলেন তৎকালীন সময়ে।এরপর থেকে প্রতিবছর বসন্তকালের এই সময়টাতে বসন্ত উৎসব পালন করা হয়।এই বসন্ত উৎসব কে কেন্দ্র করে রবিবার দুপুরে খোয়াই তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক স্থিত কালী মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ অধিকারীক দুলাল দেববর্মা,খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য্য সহ অন্যান্য।এছাড়া এই বসন্ত উৎসব উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের কচিকাঁচার সহ বিভিন্ন নৃত্তাঙ্গন স্কুলের ছাত্রীরা ওরা বিভিন্ন ধরনের গান,, আবৃত্তি ও নিত্য পরিবেশন করেন ।এই বিষয়ে খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ আধিকারিক দুলাল দেববর্মা বলেন এই উৎসব করার মানে হচ্ছে উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক জগতের সমস্ত কচিকাঁচা শিল্পীদের নিয়ে এই ধরনের উৎসব পালন করা। তাতে করে নতুন প্রজন্মের বিভিন্ন ধরনের শিল্পীরা যাতে এই ধরনের উৎসবে শামিল হয় এর জন্যই এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্ত উৎসব মূলত ঋতুর রাজ বসন্তের আগমনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবটি উদযাপন করা হয়। কচিকাঁচা নিত্য শিল্পী কবি তাদের বিভিন্ন ধরনের কলাকৌশল এর মাধ্যমে বসন্ত উৎসবটি উদযাপন করা হয়। রবিবারের এই বসন্ত উৎসবে আয়োজকদের পক্ষ থেকে ব্যবস্থাপনা ছিল ব্যাপক জোরদার। যার কারণে খোয়াইয়ের সমস্ত শিল্পী জগতের সঙ্গে জড়িত সকল অংশের শিল্পীরা উপস্থিত ছিলেন কালিবাড়ি নাট মন্দিরে। সবমিলিয়ে বসন্ত উৎসব উদযাপনের জন্য খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি স্থিত নাট মন্দির প্রাঙ্গন ছিল জমজমাট ও বসন্ত উৎসবে আগত কচিকাঁচা শিল্পীদের সাজ সজ্জা ছিল চোখে পড়ার মতো।যা ছিল এক খুবই মনোরম দৃশ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য