খোয়াই প্রতিনিধি ১৬ই মার্চ….শনিবার বিকেলে ২০২৪ সালের ১৮ তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আর এই দিন শনিবার বিকেলেই উদ্বোধন হলো খোয়াই মন্ডলের অন্তর্গত প্রহর মুড়া শক্তি কেন্দ্রের নতুন ভবনের পাশাপাশি এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই দিন বিরোধী দল সিপিএম থেকে ১১০ পরিবারে ৩৫২ জন ভোটার বিজেপি দলের সামিল হন। প্রহরমুড়া শক্তি কেন্দ্রের উদ্বোধন এবং যোগদান সভায় উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অপর্ণা সিংহ রায়,এলাকার প্রধান সুদর্শন সরকার,মন্ডল সদস্য সুরজিৎ বড়ুয়া,জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল সহ আরো অনেকে।উপস্থিত নেতৃত্বরা বিরোধী দল থেকে আগত ভোটারদেরকে উষ্ণ অভিনন্দন এর মাধ্যমে বিজেপি পতাকা তলে শামিল করেন।এই দিন যোগদান সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন শনিবার বিকেলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঠিক হয়ে গেছে এবার ভোট হবে সাত দফায়তে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল আগে থেকেই মাঠে নেমে কাজ করতে শুরু করে দিয়েছে আর তাতে করে প্রায় প্রতিদিন বিভিন্ন দল থেকে বিরোধী দলের ভোটাররা বিজেপি দলে সামিল হচ্ছেন ।লোকসভা নির্বাচনে ত্রিপুরাতে দুটি আসন রয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে রয়েছে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃতি সিং দেববর্মা । এই বিষয়ে বিজেপি দল আশাবাদী ত্রিপুরা রাজ্যের দুটি আসনেই বিজেপি দল বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং দুটি আসন উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে । শনিবার বিকেলে পহড়মুড়া শক্তি কেন্দ্রের উদ্যোগে এই যোগদান সভাতে যারা যোগদান করেছেন তারা অধিকাংশই সিপিএম দল থেকে এসেছে। এর মধ্যে বেশ কয়েকজন আছেন যারা তৎকালীন সময়ে এই এলাকাতে সিপিএম দলের হয়ে নেতৃত্ব প্রদান করেছেনতার মধ্যে রয়েছে তৎকালীন সময়ে গ্রাম পঞ্চায়েত প্রধান উপাদান সহ অন্যান্যরা। উক্ত যোগদান সভাতে সংশ্লিষ্ট এলাকার জনগণদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্বাগত ভাষণ প্রদান কালে সুরজিৎ বড়ুয়া বলবার চেষ্টা করেন গত ২০২৩ নির্বাচনের পর এই প্রথম প্রহরমুড়া শক্তি কেন্দ্রের উদ্যোগ জনসভা অনুষ্ঠিত হয় এবং জনসভায় উপস্থিত ব্যাপক পরিমাণে ভোটারদের দেখে বিজেপি দল নিশ্চিত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বিজিবি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা বিপুল ভোটের জয়লাভ করবেন।