Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা!

পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা!

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাক্কালে রাতের তেলিয়ামুড়ার নিরাপত্তা প্রশ্নের মুখে! তেলিয়ামুড়ায় সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত আমজনতা! পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা! দায়সাড়া মনোভাব নিয়ে থানায় ঘাঁটি গেড়েছে খাঁকি বাহিনী!
উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া শহরে সিরিজ চুরির ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ। গভীর রাতে চোরের দল ষোলঘরিয়া, ইচারবিল, ত্রিশাবাড়ি, নেতাজিনগর, রাজনগর ইত্যাদি এলাকায় তান্ডব চালায়। এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষজন। অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ চোরকে ধরেও মধ্যস্থতা করে ছেড়ে দিচ্ছে। যার দ্বারা প্রমাণিত চোরেদের উপর একপ্রকার পুলিশের আশীর্বাদ রয়েছে। তাই পুলিশের উপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকার লোকজন নিজেরাই রাতে টহলদারির ব্যাবস্থা চালু করেছে। তবে তেলিয়ামুড়ায় এই সিরিজ চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানার খাঁকি বাবুদের ভূমিকা নিয়ে নানাহ প্রশ্নের জন্ম দিচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন; ভোটের মুখে এ ধরনের ভয়াবহ সিরিজ চুরির ঘটনায় আইন-শৃঙ্খলা ব্যাবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা রাতে পুলিশের টহলদারির ব্যাবস্থা এক প্রকার উঠেই গেছে বলা চলে। গোটা তেলিয়ামুড়া থানা এলাকা না হয় বাদই থাকলো তেলিয়ামুড়ার প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমহনী এলাকার পুলিশ বুথই প্রতি রাতে থাকে পুলিশ শূন্য। আর এতে করেই তেলিয়ামুড়া শহর ও শহর লাগোয়া নানা জায়গায় নিয়ম করে মাথা চাড়া দিচ্ছে চুরি ডাকাতি সহ নানাহ অপরাধ। এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদনটি প্রকাশের পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়ার নিরাপত্তা ব্যাবস্থা কঠোর করার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য