Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগোপন খবরের ভিত্তিতে খোয়াই বেলফাং নাকা তল্লাশিতে একটি ট্রাক গাড়ির চাকা থেকে...

গোপন খবরের ভিত্তিতে খোয়াই বেলফাং নাকা তল্লাশিতে একটি ট্রাক গাড়ির চাকা থেকে ১৫৩ কেজি গাঁজা আটক করল পুলিশ।

খোয়াই প্রতিনিধি ১৫ই মার্চ.,.গোপন খবরের ভিত্তিতে খোয়াই এর পুলিশ প্রশাসন কাছে একটি খবর আসে আগরতলা থেকে JK02A R3044 নম্বরের একটি মাল বাহি ট্রাকে করে গাঁজা পাচার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এই খবর পেয়ে বাই জাল বাড়ি পুলিশ ফাঁড়ির ওসি রিপন উচুই ও খোয়াই থানার ওসি সুবীর মালাকার এবং ডিসিএম এর নেতৃত্বে বাই জাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বেলফাং নাকা চেকিং পয়েন্ট পুলিশ বিভিন্ন গাড়ি গুলিকে তল্লাশি করার সময় জম্মু-কাশ্মীরের একটি ট্রাককে সন্দেহ মূলক নাটক করে এবং ট্রাকটিকে তল্লাশি করলে ট্রাকের টায়ার থেকে ১৫৩ কেজি শুকনো গাজা উদ্ধার করে পুলিশ এবং গাড়ির চালক সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ, এরা হলো রবি কুমার ৩৮ বাড়ি হিমাচল প্রদেশ এলাকার অন্যজন চন্দন পাশওয়ান ২৬ বাড়ি বিহার এলাকা। পুলিশের ধারণা আগরতলা থেকে গাজা গুলি প্রচার করে বহির রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।পুলিশ চালক দুজনের বিরুদ্ধে এন ডি পি এস থানায় মামলা গ্রহণ করেছে বলে জানায়। অনেকদিন ধরে পুলিশের এরকম সাফল্য লক্ষ্য করছিল না খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। মাঝে একটা কিছুদিন ছিল শুকনো গাজা আটক এবং অপারেশন সঞ্জীবনী নামে অভিযান খোয়াই পুলিশ প্রশাসন বেশ কয়েকজন অবৈধ নেশা কারবারীদের আটক করতে সক্ষম হয়েছিল যার জন্য খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জ্ঞাপন করেছেন। জনগণ আশাবাদি অপারেশন সঞ্জীবনী নামে অভিযান লাগাতর জারি থাক খোয়াই মহকুমা জুড়ে তবে হয়তো অবৈধ নেশা কারবারির বড় বড় রাঘববোয়াল রা কিছুটা হল তাদের অবৈধ ব্যবসার লাগাম টানবার চেষ্টা করবে। ইদানিং কালে অবৈধ নেশা কারবারীদের লম্পো ঝম্প অনেকটা বৃদ্ধি পেয়েছে। খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ আশা করেন আগামী দিনে পুলিশ প্রশাসন অপারেশন সঞ্জীবনী যে অভিযান সেটাকে সমাজকে রক্ষা করার স্বার্থে জারি রাখুক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য